কিভাবে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন করতে হয়?

আসসালামু আলাইকুম,

 

আজকের এই পোস্ট এ আমরা দেখবো যে কিভাবে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন করতে হয়?

 

How to Migrate Site from Blogger to WordPress ?

 

নতুনদের জন্য বলে নেই,, – ব্লগার থেকে ওয়ার্ডপ্রেস এ সাইট মাইগ্রেশন বা ব্লগার থেকে ওয়ার্ডপ্রেস এ রূপান্তরিত হওয়ার জন্য আপনার একটি ডোমেইন , হোস্টিং এ থাকা ওয়ার্ডপ্রেস সাইট লাগবে।

 

যাদের ওয়ার্ডপ্রেস সাইট নেই তারা ডোমেইন এবং হস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে নিবেন।

 

আশা করছি সবার ওয়ার্ডপ্রেস সাইট আছে। থাকলে মেইন টপিক এর দিকে ফিরে যাই,

 

তো মাইগ্রেশন এর জন্য প্রথম এ  ব্লগারে লগইন করুন এবং বামপাশে থাকা Settings মেনুতে ক্লিক করুন । এরপর স্ক্রল করে নিচের দিকে Manage Blog সেকশন দেখা যাবে সেখানে Back up Content এ ক্লিক করুন।

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

Contents

Back up Content এ ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো দেখতে পাবেন। সেখানে থাকে Download বাটনে ক্লিক করে ফাইল টা ডাউনলোড করুন।  ফাইল টা  .xml এক্সটেনশন এ ডাউনলোড হবে।

এখন আপনার ওয়ার্ডপ্রেস এ লগইন করুন । এবং  ড্যাশবোর্ডের বামপাশ থাকা মেনু থেকে Tools অপশন থেকে Import অপশনে ক্লিক করুন।

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

Import অপশনে ক্লিক করা পর Blogger ইনস্টল করার জন্য Install Now বাটনে ক্লিক করুন।

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

ব্লগার ইনস্টল হয়ে গেলে সেখানে Run Importer অপশন দেখাবে । সেটিতে ক্লিক করুন।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

Run Importer এ ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে Blogger থেকে ডাউনলোড করা সেই .XML ফাইল টা সিলেক্ট করে Upload file and import এ ক্লিক করুন।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন
ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

ফাইল আপলোড হয়ে গেলে সেখানে Author এসাইন করার অপশন দেখা যাবে। সেখানে নতুন ইউজার ক্রিয়েট করা যাবে আবার existing ইউজারকেও এসাইন করা যাবে। User সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

Submit এ ক্লিক করলেই ওয়ার্ডপ্রেস সাইটে আপনার ব্লগার ওয়েবসাইটের পোস্ট, কমেন্টস এবং ক্যাটেগরিজ ইম্পোর্ট হয়ে যাবে । এখন শেষ ধাপ হল আপনার ট্র্যাফিক ব্লগার থেকে এই নতুন ওয়ার্ডপ্রেস সাইট এ রিডাইরেক্ট করা।

তো সেটা করার জন্য আপনাকে Dashboard > Settings > Permalinks এ যেতে হবে ।

সঠিক ভাবে অপশন গুলোতে গেলে এরকম পেজ দেখতে পাবেন। সেখানে Common Settings থেকে Month and name অপশনটিতে চেকমার্ক দিয়ে সিলেক্ট করতে হবে এবং Save Change বাটনে ক্লিক করতে হবে।

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের প্লাগইন অপশন থেকে “Blogger To WordPress” প্লাগিন Install করে Active করতে হবে।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

এরপর Tools সেকশন থেকে Blogger To WordPress Redirection এ ক্লিক করতে হবে এবং সেখান থেকে Start Configuration বাটনে এ ক্লিক করতে হবে।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

Start Configuration এ ক্লিক করার পর List Of Blogs থেকে যে ব্লগারটি ইম্পোর্ট করেছেন সেটির একটি কোড জেনারেট হবে সেটি পাওয়ার জন্য Get Code এ ক্লিক করুন । এরপর নিচে কিছু Generated Code পাওয়া যাবে।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

এখন Blogger থেকে Theme অপশন থেকে EDIT HTML এ ক্লিক করে আগের সব কোড ডিলিট করে দিয়ে কপি করা কোডগুলো Paste করে Save করে দিন।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

এখন কনফিগারেশন ভেরিফাই করার জন্য ওয়ার্ডপ্রেস এ এসে Verify Configuration এ ক্লিক করুন। তাহলে সেখানে কি পরিবর্তন হয়েছে তার একটি Test Case দেখতে পাবেন।

 

ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন

এখন লিংকগুলোতে ভিজিট করে চেক করে দেখে নেওয়া যাবে যে ব্লগার সাইট ঠিকমতো ওয়ার্ডপ্রেসে রিডাইরেক্ট হয়ে মাইগ্রেশন সম্পন্ন হয়েছে কিনা !

এই ছিলো ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মাইগ্রেশন এর টিউটোরিয়াল বা How to Migrate Site from Blogger to WordPress ? আর্টিকেল পোস্ট।

Leave a Comment