How To Solve 404 Error | 404 Error কিভাবে সমাধান করতে হয়

অনেক সময় আমাদের আমাদের ওয়েবসাইট এ সব কিছু ঠিক থাকার পরেও 404 Error দেখায়। যার ফলে সাইটে থাকা কোনো তথ্য আমরা দেখতে পারি না। আজ আপনাকে দেখাবো কিভাবে 404 Error সমস্যা টি সমাধান করতে হয়।

কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ

মূলত ৪ টি উপায়ে এই সমস্যা টি সমাধান করতে পারবেন। একটি কাজ না করলে পরের টি অনুসরণ করে কাজ করবেন।

১/ ডোমেইন – হোস্টিং কানেক্ট
২/ ফাইল পারমিশন
৩/ .htaccess ফাইল
৪/ রিস্টোর ব্যাকআপ

একন আসুন এই ৪ টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাকঃ

Contents

১/ ডোমেইন হোস্টিং কানেক্ট

প্রথমেই আপনাকে দেখতে হবে ডোমেইন এবং হোস্টিংটি সঠিক ভাবে কানেক্ট করা আছে কিনা। ডোমেইন এর নেইমসার্ভার চেক করতে নিচের লিংকটি ব্যবহার করতে পারেন

https://dnsprint.com/whois

এবং DNS প্রোপাগেট হয়ছে কিনা চেক করতে নিচের লিংকটি ব্যবহার করতে পারেন।

https://dnsprint.com

২/ ফাইল পারমিশন

অনেক সময় ফাইল পারমিশন সঠিক ভাবে না দোওয়ার কারণে এই Error টি দেখায়। তাই ফাইল পারমিশন চেক করে নিতে হবে।

এজন্য সিপ্যানেলে লগইন করে File Manager এ যেতে হবে।

নোটঃ ফোল্ডারের পারমিশন হলোঃ 755 এবং ফাইলের পারমিশন হলোঃ 644

(যদি এগুলো ছাড়া আর কিছু দেওয়া থাকে তাহলে আগের গুলো চেন্জ করে এগুলো দিবেন।)

 

৩/ .htaccess ফাইল

সিপ্যানেলের File Manager এ গিয়ে আপনাকে প্রথমে public_html এ যেতে হবে। তারপর উপরের ডান পাশের Setting বাটনে ক্লিক করতে হবে। তারপর Show Hidden File অপশনটি টিক মার্ক করে Save করতে হবে।

তারপর .htaccess নামে একটি ফাইল শো হবে। সেটাকে Rename করে আগে বা পরে কিছু চিহ্ন এড করে দিবেন।

তারপর উপরে বাম পাশে থাকা File এ ক্লিক করে .htaccess নামে নতুন ফাইল তৈরি করবেন এবং সেটা এডিট করে নিচের কোড টুকু কপি পেস্ট করে Save করুন।

 

# BEGIN WordPress

<IfModule mod_rewrite.c>

RewriteEngine On

RewriteBase /

RewriteRule ^index.php$ – [L]

RewriteCond %{REQUEST_FILENAME} !-f

RewriteCond %{REQUEST_FILENAME} !-d

RewriteRule . /index.php [L]

</IfModule>

# END WordPress

 

নোটঃ এই কোড শুধু ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে কাজ করবে।

৪/ রিস্টোর ব্যাকআপ

আপনার নিজের কাছে যদি আগের ব্যাকআপ থাকে তাহলে সেটি রিস্টোর করবেন এবং যদি ব্যাকআপ নেওয়া না থাকে তাহলে আপনার হোস্টিং প্রোভাইডাকে বললে তারা ব্যাকআপ রিস্টোর করে দিবে।

আরো পড়ুনঃ

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন – সম্পূর্ণ গাইডলাইন।

এই প্রসেস গুলো অনুসরণ করলে আশা করি আপনার 404 Error টি সমাধান হয়ে যাবে।

Leave a Comment