একটি ওয়েবসাইট যতটা অথোরাইজড থাকে বা সিকিউরিটি বেশি থাকে ইউজাররা সেই সাইটকে যত বেশি বিশ্বাস করে। আপনার যদি একটি ই-কমার্ম সাইট থাকে কিন্তু তাতে যদি ইউজারদের কোনো নিরাপত্তা না থাকে তাহলে বেশিরভাগ ইউজার আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। আজ আমরা কথা বলবো SSL কি,কিভাবে SSL ইনস্টল করতে হয় এবং সাইটকে ইউজারদের জন্য নিরাপদ করতে হয়।
আমরা প্রতিদিন অনেক সাইটে ভিজিট করি কিন্তু আমরা কি কোনো সাইটে গিয়ে ব্রাউজারে লিংক বারের বাম পাশে নিচের ছবির মতো চিহ্ন দেখেছি?
এই চিহ্নটির মানে হলো সাইটটি নিরাপদ আছে। এই চিহ্ন টি যে সাইটে থাকো সে সাইটের তথ্য হ্যাকাররা সহজেই নিতে পারে না। নিচের ছবির মানে হচ্ছে আমারহোস্টার হলো ইউজারদের জন্য একদম নিরাপদ।
আবার অনেক সাইটে এই চিহ্ন থাকে না। এসব সাইটে একজন হ্যাকার খুব সহজেই প্রবেশ করে তথ্য চুরি করে নিতে পারে। তাই কেউ একটি ওয়েবসাইট তৈরি করলে প্রথমেই সেই হোস্টিং কম্পানি SSL দিয়ে থাকে নাকি এটা জেনে নেয়। আসুন আজ আমরা জেনে নিই SSL কি, SSL ইনস্টল করতে হয় এসব টপিক নিয়ে।
কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
SSL কি
SSL এর পূর্ণ রুপ হলো Secure Socket Layer। এটি এক ধরনের প্রযুক্তি যার মাধমে ওয়েবসাইটে থাকা সকল তথ্য নিরাপদ করা হয় অর্থাৎ ভিজিটর যদি ওয়েবসাইটে তার কোন তথ্য প্রদান করে তখন সেটি Encryption করে ওয়েবসাইটের ডাটাবেজে পাঠিয়ে দেয়। তাই তৃতীয় পক্ষ বা হ্যাকার সেই তথ্য গুলোর অ্যাক্সেস নিতে পারে না।
এছাড়া SSL দিয়ে ওয়েবসাইট এর মালিকানা ভেরিফাই করা হয়। তাই হ্যাকাররা ভুয়া সাইট বানিয়ে ইউজারদের ধোঁকা দিয়ে পারে না।
SSL কত প্রকার
কাজের ধরনের উপরে ভিত্তি করে SSL কে সাধারনত ৫ টি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমনঃ
১/ EV SSL
২/ OV SSL
৩/ DV SSL
৪/ Wildcard SSL
৫/ Multi-Domain SSL
কিভাবে SSL ইনস্টল করতে হয়
আপনি যে ডোমেইনে SSL ইনস্টল করতে চান প্রথমে সেই ডোমেইনের সাথে এড করা হোস্টিং প্যানেলে লগইন করতে হয়। হোস্টিং প্যানেলের লিংক হলোঃ
http://yourdomain.com:2083
বা
http://yourdomain.com/cpanel
(yourdomain এর পরিবর্তে আপনার সাইটের লিংক দিতে হবে)
উপরের লিংকে এন্টার করলেই নিচের মতো একটি লগইন পেইজ ওপেন হবে।
সেখানে আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করলেই আপনি হোস্টিং প্যানেলে চলে যাবেন এবং নিচের মতো একটি পেইজ ওপেন হবে।
তারপর আপনাকে একটু নিচে গিয়ে Security বিভাগ থেকে Let’s Encrypt SSL এ ক্লিক করতে হবে নিচে দেওয়া স্কিনশর্টের মতো।
তারপর আপনার সামনে নিচের ছবির মতো পেইজ ওপেন হবে।
এখানে New Certificates এ Issue তে ক্লিক করলেই আপনার ডোমেইন এ SSL ইনস্টল হয়ে যাবে।
আমি যে পদ্ধতি আপনার সাথে শেয়ার করলাম সেটি হলো ফ্রি SSL। প্রায় সকল হোস্টিং কম্পানি এখন ফ্রি SSL দিয়ে থাকে।
তবে আপনার সাইট অনেক বড় হলে আপনি পেইড SSL ব্যবহার করতে পারেন।
ফ্রি SSL কোথায় পাবো
আপনি যদি বাংলাদেশের অন্যতম সেরা একটি হোস্টিং কম্পানি আমারহোস্টার থেকে যেকোনো একটি হোস্টিং প্যাকেজ কিনেন তাহলে আপনি তার সাথে একদম ফ্রিতে SSL পেয়ে যাবে। যেটি ২৪-৪৮ ঘন্টার মাঝে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং যদি ইনস্টল না হয় তাহলে উপরের নিয়ম অনুসারে ইনস্টল করে নিতে পারেন।
so helpful info
ধন্যবাদ