আমারউইকি আর্নিং টার্মস এন্ড কন্ডিশনসঃ
১। সাইটের পুরো লাভের উপর, পোষ্টের মানের উপর আপনি কতো টাকা পাবেন তা নির্ধারিত হবে। সুতরাং আপনার একাউন্টে প্রতিদিন ঠিক কতো পরিমান টাকা যুক্ত হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
২। আপনাকে অবশ্যই আমারউইকি তে পোষ্ট করার জন্য প্রনিত নীতিমালা মেনে চলে স্বার্থহীন ভাবে সকলের সাথে জ্ঞান বিতরনের উদ্দেশ্যে পোষ্ট করতে হবে। যদি এর ব্যতিক্রম হয় সে পোষ্টের জন্য কোন টাকা পাবেন না।
৩। আপনি আগের কোন পোষ্ট এর জন্য টাকা পাবেন না।
৪। আপনার ইনকাম সর্বনিন্ম ১০০ টাকা হলে আপনি পেমেন্ট এর জন্য আবেদন করতে পারবেন (নগদ/ বিকাশ/ রিচার্জ)
৫। বিকাশ এ পেমেন্ট নেয়ার ক্ষেত্রে আপনাকে ৫ টাকা সেন্ড মানি চার্জ বহন করতে হবে, সেক্ষেত্রে ১০০ টাকা পেমেন্ট রিকোয়েস্ট করলে আপনার একাউন্ট এ ৯৫ টাকা সেন্ড মানি করা হবে।
৬। পেমেন্ট রিকোয়েস্ট করার পর ৭২ ঘণ্টার মাঝে পেমেন্ট প্রসেস করা হবে, বিশেষ কোন কারণে দেরি হলে সেটা নোটিশ আকারে পেমেন্ট পেজে দেয়া থাকবে।
৭। আপনার ফাইনাল পেমেন্ট দেয়ার আগে এডমিন গন রিভিও করে কোন সমস্যা খুজে পেলে পেমেন্ট বাতিল/ পেমেন্ট এমাউন্ট কমানো এই ধরনের একশন নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে নোটিশ দেয়া হবে।
৮। এই আর্নিং সিষ্টেম টা সম্পূর্ন আমারউইকি এর লাভের উপর নির্ভরশীল… সুতরাং এটাকে ওয়েবসাইটের উন্নতির কথা ভেবে যেকোন সময় এডমিন গন বন্ধ অথবা চালু করতে পারেন