TTFB কি? কিভাবে যেকোনো ওয়েবসাইটের TTFB Check করবেন?

TTFB কি?

 

TTFB এর পূর্ণরূপ হলো Time For First Byte. এটি হলো ক্লায়েন্ট এবং ওয়েবসাইট এর মদ্ধকার HTTP অথবা HTTPS রিকুয়েস্ট এর সময় কাল।

 

যদি সহজ করে বুঝতে যাই তাহলে TTFB হলো ওয়েবসাইট লোড হওয়ার-সময়ের ব্যবধান, ডাটা ট্রান্সফার ইত্যাদি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি এদের মদ্ধে অনেক ওয়েবসাইট খুব ফাস্ট লোড হয় আবার কোন টি খুব দেরি করে লোড হয়। তো লোড হওয়ার এই যে সময় বা টাইম (সেকেন্ড) টাই হলো TTFB বা Time For First byte.

 

একটি ওয়েবসাইট এর TTFB এর রেজাল্ট যতো ভালো হবে ওয়েবসাইট টা ততো ফাস্ট লোড হবে এবং ডাটা রিসিভ / ট্রান্সফার করার ক্ষমতাও ততো ভালো হবে। TTFB এর রেজাল্ট বোঝার জন্য ৩ টা কালার সাইম্বল থাকে। এই গুলো হলো – সবুজ , হলুদ এবং লাল। এছাড়াও % স্কোর রয়েছে। % (পারসেনট) যতো বেশি হবে সাইট ও ততো ফাস্ট এবং এর অন্যান্য সবকিছুও ভালো হবে।

৫৫ থেকে ১০০ পর্যন্ত কোন সাইট এর স্কোর থাকলে সেই সাইট নিঃস্বন্দেহে ভালো স্পীড সম্রিদ্ধ সাইট । তবে অন্যান্য সব বিষয় গুলোর দিকেও খেয়াল রাখতে হবে।

ওয়েবসাইটের TTFB যদি সবুজ রঙের  হয় তাহলে সেই ওয়েবসাইট টার লোড, ডাটা ট্রান্সফার ক্ষমতা ভালো হবে এবং সাইট টা ফাস্ট হবে।

 

ওয়েবসাইটের TTFB যদি হলুদ  হয় তাহলে সেই ওয়েবসাইট টার লোডিং, ডাটা ট্রান্সফার , এবং অন্যান্য ক্ষমতা খুব বেশি ফাস্ট হবে না। তবে সেই সাইট টি আরাম মতোই চালানো যাবে ।

মোটামুটি ফাস্ট হবে এবং ওয়েবসাইট এর সকল কাজ মোটামুটি ভালো ভাবেই করা যাবে। এখানে বলে রাখা ভালো, কিছু ওয়েব হোস্টিং সাইটের TTFB হলুদ পর্যায়ে থাকে। কিন্তু এটা তাদের সাইট এর হোমপেজ এর TTFB। তাদের ওয়েব হোস্টিং এর TTFB নয়। হোস্টিং প্রভাইডার রা আপনাকে ফাস্ট ওয়েব হোস্টিং সেবাই দিয়ে থাকে, যেই ওয়েব হোস্টিং এর TTFB স্পিড ভালোই হয় এবং TTFB রেজাল্ট ৬০ থেকে সর্বোচ্চ ১০০ এর মদ্ধে থাকে।

তাই কোন হোস্টিং প্রভাইডার এর থেকে হোস্ট কেনার কথা ভাবলে যদি তাদের সাইট এর TTFB কম থাকে তবে তাদের হস্টিং সার্ভিস খারাপ এটা ভাববেন না। তাদের থেকে আপনি ভালো একটা সার্ভিস ই পাবেন। (যদি না হস্টিং প্রভাইডার অসৎ হয়। চেষ্টা করবেন বিশ্বস্ত কোন সার্ভিস প্রভাইডার এর কাছে থেকে সার্ভিস নেওয়ার।)

 

যদি সাইট  এর TTFB এর রঙ লাল রঙের হয় তাহলে বুঝে যাবেন সেই সাইট টা খুব ই স্লো। এখন যদি কোন ওয়েব হস্টিং সার্ভিস প্রভাইডার এর ওয়েবসাইটের TTFB লাল বর্ণের হয় তাহলে তার সাইট স্লো এবং তার ওয়েব হস্টিং ও স্লো হবে।

তাই তাদের থেকে সার্ভিস না নিয়ে মিনিমাম চেষ্টা করবেন ৫০ – ৬৫ স্কোর এর TTFB ওয়ালা ওয়েবসাইট এর ওয়েব হস্টিং প্রভাইডার এর কাছে থেকে নেওয়ার। লাল TTFB ওয়ালার ওয়েবসাইট এর সার্ভিস নিছেন তো গেছেন।

তবে লাল TTFB ওয়ালা ব্লগ অথবা অন্যান্য ওয়েবসাইট হলে টা ভিন্ন কথা।

 

যাইহোক TTFB সম্পর্কে আমরা জানলাম। এখন কোনো ওয়েবসাইট এর TTFB অনলাইন এ চেক করব কিভাবে চলুন জেনে নেই।

TTFB TEST এর জন্য আমাদের একটা ওয়েবসাইট এর সাহায্য লাগবে । যে ওয়েবসাইট এর নাম – SpeedVitals এবং এর  লিঙ্ক – SpeedVitals.Com .  তো এখানে প্রথম এ ভিজিট করবেন।

তারপর ওয়েবসাইটার নিচের লিঙ্ক বক্স এ আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। অথবা যেই ওয়েবসাইটের TTFB TEST করতে চান সেই সাইটের লিঙ্ক দিবেন। লিঙ্ক দিয়ে  ইন্টার বা GO বাটনে ক্লিক করবেন।

(মোবাইল এবং পিসি থেকে টেস্ট করার অপশন থাকবে। ডিফল্ট ভাবে মোবাইল থেকে টেস্ট হবে। আপনি চাইলে মোবাইল বাদ দিয়ে পিসি থেকেও টেস্ট টা তাদের ওয়েবসাইটের মাদ্ধমে করিয়ে নিতে পারবেন।)

TTFB কি?

GO / ENTER দেওয়ার পর কিছু সময় লোড নিবে তারপর ফলাফল আপনাকে দেখাবে। এখানে আমি আমার সাইট লিঙ্ক দিয়ে টেস্ট করেছি। এবং আমার সাইট খুবই ভালো পারফর্ম করেছে। যা আপনারা নিচে দেখতে পাচ্ছেন।

TTFB কি?

আমি আমার এই পারসোনাল ব্লগ সাইটের জন্য ডোমেইন এবং হস্টিং AMARHOSTER.COM থেকে নিয়েছি। চাইলে আপনিও এখান থেকে ডোমেইন – হস্টিং কিনতে পারেন। আপনারা এখান থেকে .XYZ ডোমেইন মাত্র ৭৫ টাকায় কিনতে পারবেন। এবং ওয়েব হস্টিং এ আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন। এছাড়াও বিভিন্ন ডোমেইন আর হস্টিং অফার পেয়ে যাবেন। এবং সেই সাথে এরকম সুন্দর TTFB ওয়ালা হস্টিং ও পাবেন। আমি যেই প্যাকেজ ব্যাবহার করছি সেটা হলো প্রিমিয়াম বেবি হস্টিং প্যাকেজ। যার খরচ পরে ৮৫ টাকা প্রটি মাস।

 

 

আশা করি আপনারা TTFB কি এবং কিভাবে যেকোনো ওয়েবসাইট এর TTFB যাচাই করতে হয় টা শিখে গেছেন।

ধন্যবাদ সবাইকে।