ওয়েব হোস্টিং কি? কত প্রকার ও কি কি?

ওয়েব হোস্টিং হলো ইন্টারনেট জগতের এক টুকরো জায়গা। যেই জায়গায় আপনি কোনো ফাইলস রাখলে তা পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো জায়গায় থেকে সেটা দেখতে এবং সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আমরা ইন্টারনেটে প্রতিদিন যেসব ছবি, বিভিন্ন ধরনের ফাইল দেখতে পাই সেগুলো সবই ওই জায়গাতে সংরক্ষিত থাকে। এই জায়গাই হলো হোস্টিং। ফাইলগুলো যেখানে সংরক্ষিত থাকে সেটাকে সার্ভার ও বলা হয়। এই সার্ভার গুলো ফিজিক্যালী পৃথিবীর প্রায় সব দেশেই থাকে। আমাদের বাংলাদেশেও এরকম অনেক সার্ভার স্পেস রয়েছে। এই সার্ভার গুলো দেখতে নিচের মতো হয় –

হোস্টিং কি

মূলত ছবির ভিতর ওই গুলোই হলো সার্ভার বা হোস্টিং।

 

Contents

হোস্টিং কত প্রকার?

হোস্টিং সাধারনত ৪ প্রকারের হয়। একেকটা ওয়েব হোস্টিং এর একেক রকম বৈশিষ্ট্য থাকে। ৪ টি ওয়েব হোস্টিং হলো –

 

  • শেয়ার্ড হোস্টিং (Shared Hosting)
  • VPS Hosting (Virtual Private Server)
  • রিসেলার হোস্টিং (Reseller Hosting)
  • ডেডিকেটেড সার্ভার (Dedicated Server)

 

শেয়ারর্ড হোস্টিং (Shared Hosting)

Shared Hosting

শেয়ার অর্থ হলো ভাগ করে নেওয়া। এখানে শেয়ার্ড হোস্টিং অনেক টা সেইরকম একটা বিষয়। শেয়ার্ড হোস্টিং একটি নির্দিষ্ট সার্ভার কে কেন্দ্র করে তৈরি হয়। একই সার্ভারের রিসোর্স সবার থাকে ভাগাভাগি করে নেওয়াই হলো শেয়ার্ড হোস্টিং। ভাগাভাগি করে এই হোস্টিং নেওয়ায় এর দাম অনেক কম হয়। যারা নতুন ওয়েবসাইট তৈরি করতে চায় তাদের জন্য এই হোস্টিং টা পারফেক্ট।

 

ভিপিএস হোস্টিং (VPS HOST)

Vps host

VPS এর পূর্ণরূপ হলো Virtual Private Server. এটা শেয়ার্ড হোস্টিং থেকে অনেক বেশি ফাস্ট হয়। ভিপিএস হোস্টিং এর সার্ভারে আলাদা ভাবে র‍্যাম (RAM), সিপিইউ (CPU), স্টোরেজ (STORAGE) থাকে। (যে যত জিবি র‍্যাম, স্টোরেজ নিতে চায় সে অনুযায়ী নিতে পারে।) যার ফলে এই ভিপিএস হোস্টিং গুলো অন্যান্য সাধারণ হোস্টিং এর থেকে অনেক বেশি ফাস্ট হয় এবং এই হোস্টিং ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক ধরে রাখতে সক্ষম। নিম্নমানের কিছু সাধারণ হোস্টিং বেশি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারেনা যার কারণে সেই হোস্টিং অনেক সময় ক্র‍্যাশ করে। তবে ভিপিএস এ এসব বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। ওয়েবসাইটে ভিজিটর বেশি হলে ভিপিএস ব্যবহার করাই উত্তম।

 

রিসেলার হোস্টিং

Reseller host

কোন কম্পানি থেকে যখন অন্য কোন কম্পানি বা ব্যক্তি একটি হোস্টিং সার্ভিস নিয়ে নিজেই সেই প্যাকেজ কাস্টমাইজড করে অন্য দের কাছে পুনরায় বিক্রি করে তখন সেটাকে রিসেলার হোস্টিং বলে। অর্থাৎ রিসেলার হোস্টিং দিয়ে নিজের একটি ছোট খাটো এয়েব হোস্টিং কোম্পানি তৈরি করা যায়। এবং ভালো পরিমাণ অর্থ লাভ করা যায়। যদি আপনি ইন্টারনেটে ছোট খাটো কোনো ব্যবসা করতে চান তাহলে রিসেলার হোস্টিং নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। মোটামুটি ভালো লাভ করতে পারবেন।

 

ডেডিকেটেড সার্ভার হোস্টিং (Dedicated Server Host)

Dedicated server hosting

একটা গোটা সার্ভার যখন কারো সাথে শেয়ার না করে শুধুমাত্র নিজে একাই ব্যবহার করা হয় তখন তাকে ডেডিকেটেড সার্ভার হোস্টিং বলে। এই হোস্টিং এ সবকিছুই নিজের থাকে। অনেক বেশি ফাস্ট হয় এই সার্ভার গুলো এবং অনেক নিরাপদ ভাবে ব্যবহার করা যায়।

এই ছিলো ৪ ধরনের হোস্টিং সম্পর্কে ব্যাসিক কিছু তথ্য।

AmarHoster.com/ থেকে আপনি এখন .xyz ডোমেইন কিনতে পারবেন মাত্র ৭৫ টাকায়! তাই তাড়াতাড়ি এই সুযোগ টা লুফে নিন!

.xyz domain

Leave a Comment