ব্লগার কি ও ব্লগারের ইতিহাস !

ব্লগার কি?

ব্লগার হলো আমেরিকান একটি CMS (Content Management System) যেটার মাধ্যমে একজন ব্লগার.কম ইউজার এবং আরো অনেকে মিলে উক্ত ব্লগার সাইটে বিভিন্ন Blog, Article বা পোস্ট পাবলিশ করতে পারে।

এই পোস্ট গুলো হতে পারে ইউজারটির ব্যক্তিগত ব্লগ অথবা promotional ব্লগ । আবার লেখাগুলো হতে পারে বিভিন্ন খেলাধুলা – অনুষ্ঠান-আয়োজন ইত্যাদি নিয়ে।

আর এই আর্টিকেল বা পাবলিশ করা পোস্ট গুলো ওই ইউজারের ব্লগার.কম এর সাবডোমেইন .blogspot.com থেকে দেখা যাবে।

অর্থাৎ কেউ যদি blogger.com এ একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে অথবা তার কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্ট দিয়ে blogger এ তার একটি ব্লগ সাইট তৈরি করে তাহলে সে অটোমেটিক blogger.com থেকে একটি সাবডোমেইন পাবে! তার ব্লগ সাইটের লিংক অনেকটা এরকম হবে –

domainname.blogspot.com

একজন BLOGGER USER চাইলে তার ব্লগ সাইট টি কারো সাথে শেয়ার না করে শুধুমাত্র নিজে নিজেই ওই সাইটে লেখালেখি করতে পারবে।

একটি ব্যবহারকারী তার ব্লগার ব্লগ সাইটে আনলিমিটেড কনটেন্ট লেখতে পারবে এবং একজন Google অ্যাকাউন্ট ব্যবহারকারী 100 টির বেশি ব্লগার ওয়েবসাইট বানাতে পারবে ! যেগুলোর হোস্টিং স্টোরেজ গুগল আপনাকে অটোমেটিক blogger এ দিয়ে দিবে।

 

ব্লগার.কম এ যে শুধু ব্লগিং করার জন্য সাইট বানাতে পারবেন তা কিন্তু নয় !

আপনি চাইল blogger ব্যবহার করে এর থিম বা টেমপ্লেট এডিট করে নিজের মতো করে একটি পার্সোনাল পোর্টোফলিও (portofolio) ওয়েবসাইট, একটি অনলাইন স্টোর সহ আরো অনেক রকমের সব সাইট blogger এ তৈরি করতে পারবেন।

Blogger এ আপনার একটি সাইট তৈরি করে নেয়ার পর সেই সাইটে ব্লগ লেখার মাধ্যমে আপনি Google Adsense দিয়ে টাকাও ইনকাম করতে পারবেন !!

Adsense সম্পর্কে এই পোস্টে বিস্তারিত কিছু লেখিনাই। আপনারা গুগল অথবা ইউটুব এ Google Adsense এর বিষয় গুলো দেখে নিতে পারেন।

 

ব্লগারের সংক্ষিপ্ত ইতিহাস –

ব্লগার আসল ডেভলপার ছিলো Pyra Labs. Pyra Labs একটি প্রতিষ্ঠানের নাম ছিলো। পাইরা ল্যাবস এর মাধ্যমেই ব্লগার এর সূচনা হয়। Pyra Labs blogger কে ২৩শে আগস্ট ১৯৯৯ সালে লঞ্চ করে।

তারপর Blogger সর্বপ্রথম অনেক সরঞ্জাম সহ ডেডিকেটেড ব্লগ প্রকাশ করার জন্য অনেক জনপ্রিয় এবং অসাধারন CMS সাইট হয়ে উঠে। সেইজন্য –

Google ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি অপ্রকাশিত অ্যামাউন্ট এর টাকা দিয়ে Pyra Labs কে কিনে ফেলেন। ইভান উইলিয়াম – যে কিনা Pyra Labs এর co-founder ছিলেন তিনি গুগল ত্যাগ করেন অক্টোবর ২০০৪ তে।

Picassa কে গুগল ২০০৪ সালে কিনে নিয়িছিলো। এবং Picassa কে blogger এ photo – sharing service হিসেবে যোগ করা হয়। যার মাধ্যমে ব্লগাার ইউজাররা তাদের ব্লগ এর সাথে ছবি যুক্ত করতো। বতর্মান এই ফিচার টি এখনো ব্লগারে বিদ্যমান।

২০০৬ সালের ১৪ই আগস্ট ব্লগারকে ডেভেলপ করে মান-সম্মত টেমপ্লেট, পোস্ট পেজ, কমেন্টস, এবং ইমেলের মাধ্যমে পোস্ট করা ইত্যাদি কাজ করা হয়।

এবং সেই সময়ই blogger user দের কে গুগলের নিজস্ব সার্ভারে নিয়ে আসা হয় এবং আরো অনেক ফিচার যেমন – জার্মান, স্প্যানিশ এবং আরো অনেক ভাষা blogger এ যুক্ত করা হয়। ২০০৬ সালের ডিসেম্বরে ব্লগারের নতুন ভার্সন টি মুক্ত করা হয় blogger beta থেকে। তারপরে ২০০৭ সালের মে মাসে ব্লগারকে একদম পরিপূর্ণ ভাবে গুগলের সার্ভারে আনা হয়। ২০০৭ সালে অনন্য দর্শকের সংখ্যার দিক থেকে ব্লগার শীর্ষ 50 টি তালিকার 16 তম অবস্থান এ ছিলো।

 

এরপর ২০১৫ সালের ২৪শে ফেব্রুয়ারিতে ব্লগার ঘোষনা করলো যে ব্লগারে কোনো অশ্লীল বিষয়বস্তু পোস্ট করার অনুমতি দেবে না, যদি না এটা জনসাধারণের শিক্ষার জন্য ব্যবহৃত হয় ! ২৮ শে ফেব্রুয়ারি ২০১৫ তে ব্লগার তার ঘোষনা তুলে নেয় এবং ভিজিটর যে প্রাপ্তবয়স্ক সেটা বুঝার পরে ১৮+ কন্টেন্ট সমূহের ভেতর প্রবেশ করার অনুমতি দেয়।

 

২০১৬ সালে এসে ব্লগার মোট ৬০ টি ভাষায় এভেইলেবল ছিলো। এগুলো হলো – আফ্রিকান, আমহারিক, আরবী, বাস্ক ভাষা, বাংলা ভাষা, বালগারিয়ান, ক্যাটালন, চীনা ভাষা (হং কং), চীনা সিম্পলিফায়েড, চীনা ট্র‍্যাডিশনাল, ক্রো-এশিয়ান,চিজ, ডাচ, ইংরেজি (যুক্তরাজ্য), হিন্দি, উর্দু, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, হিব্রু, সুইডিশ, থাই, ইউক্রেনিও ভাষা, তুর্কি, তামিল, তেলুগু ইত্যাদি সহ আরো অনেক ভাষায় ২০১৬ সালে ব্লগারকে রিপ্রেজেন্ট করেছিলো  @Google.

 

২০০৬ সালে Google blogger এ যেসমস্ত বিষয় গুলো রিমাস্টার্ড ভাবে ডিজাইন করেছিলো তা হলো-

  • geotagging এর মাধ্যমে পোস্ট এ লোকেশন দেখার সিস্টেম নিয়ে এসেছিলো।
  • প্রকাশনায় পোস্ট টাইম স্ট্যাম্পিং, আসল সৃষ্টিতে নয়।
  • পোস্ট এডিটরের রি সাইজিং। সাইজটি প্রতি ব্যবহারকারীর ব্লগ পছন্দে সংরক্ষিত রাখা।
  • Link editing in compose mode.
  • উইন্ডোজ, ম্যাকওএস, এবং সাফারি ৩ সাপোর্ট ফিডলিটি।
  • পোস্ট পাবলিশ হওয়ার পর ডায়লগ প্রদর্শন।
  • Place Holder image for tags so that embeds are movable in compose mode.

গুগল অ্যাসথেটিক্স এর সাথে নতুন টুল বার যুক্ত করা, সাইটের গতি অনেক বৃদ্ধি পাওয়া ইত্যাদি ডেভেলপমেন্ট সহ আরো অনেক কিছু !

Leave a Comment