আসসালামু আলাইকুম,
আজকে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে সরাসরি আলচোনা করবো যে কিভাবে মাত্র ১৬ টাকায় বিকাশ , রকেট , নগদ ইত্যাদির মাধ্যমে 10GB Hosting নিতে পারবেন!
সাম্প্রতিক আমারহোস্টার [Amarhoster] আমাদের বিজয় দিবস উপলক্ষে অবিশ্বাস্য একটা অফার নিয়ে এসেছে। অফারটি হলো এই যে, আগামি ২৩শে ডিসেম্বর পর্যন্ত একটি কুপন বা প্রমো কোড ব্যবহার করে ফুল 10GB Web Hosting মাত্র ১৬ টাকায় নিতে পারবেন। তবে এটা প্রথম মাসের জন্যই শুধুমাত্র প্রযোজ্য। এর পরের মাস থেকে ২২৫ টাকা করে দিয়ে আপনাকে হোস্টিং নিতে হবে।
অফার টা তাদের জন্য খুবই ভালো হবে যারা কিনা খুব কম খরচে বেশি হোস্টিং নিতে চান। এই হোস্টিং দিয়ে অনেক ভারী স্ক্রিপ্ট হোস্ট করা যাবে। আর 10GB অথবা 20GB এর হোস্টিং বেশিরভাগ প্রভাইডার এককালীন সময়ের জন্য দেয় যা একবারে ১ বছরের জন্য প্রথম বার পেমেন্ট করে নিতে হয়। কিন্তু Amarhoster থেকে আপনি 10GB Hosting প্রথম মাস ১৬ টাকায় এবং পরের সব মাস মাত্র ২২৫ টাকা দিয়ে মাসিক বিলিং সাইকেলে নিতে পারবেন।
তাহলে আসুন আমরা দেখে নেই কিভাবে ১০ জিবি ওয়েব হোস্টিং আমরা কুপন কোড ব্যবহার করে নিতে পারি।
[ এই ১৬ টাকায় অর্ডার টা করা কঠিন কোন কাজ না। শুধু মাত্র অফার সিলেক্ট করতে হবে এবং প্রোমো বা কুপন কোড দিয়ে সেই সার্ভিস বা হোস্টিং তাতে ব্যাবহার করে অর্ডার করতে হবে। এইটুকুই। ]
কুপন কোডটি কপি করে রাখতে পারেন – BIJOY16
অফার টি নেয়ার জন্য প্রথমেই চলে আসুন – Bijoy Offer পেজ এ। এরপর Budget 10GB Offer এ চলে আসুন –
এরপর নিচে স্ক্রল করে Budget 10G অফারে এ চলে আসুন।
এখনই কিনুন এ ক্লিক করবেন।
আপনার যদি আগে থেকে কোনো ডোমেইন থেকে থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন অথবা নতুন একটি ডোমেইন রেজিঃ করবেন।
ডোমেইন রেজিঃ করার পর continue এ ক্লিক করুন।
ডোমেইন রেজিঃ করা শেষ হলে হোস্টিং এর ওভার ভিউ এ নিয়ে আসবে।
নিচের দিকে scroll down করে প্রোমো কোড বাসানোর জায়গায় BIJOY16 কোডটি বসান এবং Validate Code এ ক্লিক করুন।
কুপন অফার টি এক্সেপ্ট করে নিবে।
এরপর আরেকটু নিচে চলে আসুন। এবং আপনার যদি Amarhoster এ আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে লগিন করুন।
আর অ্যাকাউন্ট না থাকলে রেজিঃ করুন।
অ্যাকাউন্ট এ লগিন বা রেজিঃ করা হয়ে গেলে একদম নিচে এসে দেখবেন 16 টাকা দেখাবে।
এখানে চেক বক্স এ টিক মার্ক দিয়ে Checkout এ ক্লিক করুন।
এরপর আপনাকে একটি পেজ এ নিয়ে যাবে সেখানে নিয়ে যাবার পর কিছুক্ষণ হয়ে নতুন আরেকটা পেমেন্ট করার পেজ এ নিয়ে যাবে।
এখন আপনি বিকাশ, রকেট, নগদ কিংবা যে কোনো পেমেন্ট মেথডে পে করলেই আপনার 16 টাকায় 10GB Hosting একটিভ হয়ে যাবে।