Cloud Hosting VS Shared Hosting ! কেনো ক্লাউড হোস্টিং কিনবেন?

Contents

 ক্লাউড হোস্টিং কি? ( What is Cloud Hosting? )

 

ক্লাউড হোস্টিং হলো এমন একটি হোস্টিং সার্ভিস যেটা বিভিন্ন কম্পিউটার মিলে তৈরিকৃত একটি ক্লাসটার্ড সার্ভার। এই ক্লাউড হোস্টিং এ থাকা ওয়েবসাইট গুলোর তথ্য বিভিন্ন physical সার্ভারে সংরক্ষিত থাকে ! আপনি যদি Cloud Hosting এ নিজের একটি ওয়েবসাইট তৈরি করেন আর যদি সার্ভার কোনো কারণ বশত Crash করে তাহলেও আপনার ওয়েবসাইট  এ প্রবেশ করতে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার ওয়েবসাইটে খুব শহজেই প্রবেশ করা যাবে। কারণ ক্লাউড হোস্টিং এর সার্ভার পৃথীবি জুড়ে বিস্তৃত । যার ফলে Cloud Hosting এর একটি সার্ভার ক্র্যাশ করলেও অন্য সার্ভারগুলো আপনার ওয়েবসাইট সচল রাখবে ! তাই সবচেয়ে ভালো হোস্টিং হলো এই Cloud Hosting ।

 

আপনি যদি সাধারণ শেয়ারড হোস্টিং কিনেন এবং শেয়ারড হোস্টিং এর সার্ভার যদি ক্র‍্যাশ করে তাহলে সেই হোস্টিং সার্ভারে থাকা সব ওয়েবসাইট গুলোও ডাউন হয়ে যাবে। যার ফলে উক্ত ওয়েবসাইট গুলোতে আর ভিজিট করা যাবে না। তবে সব শেয়ারড‌‍ হোস্টিং আবার খারাপ নয়। কিছু কিছু শেয়ারড হোস্টিং প্রভাইডার লো কোয়ালিটির শেয়ারড হোস্টিং প্রভাইড করে যার জন্য ওয়েবসাইট অতিরিক্ত মাত্রায় ডাউন হয়। অনির্দিষ্ট সময় পরে তা আবার ঠিক হয়ে যাবে। তবে ভালো কোয়ালিটির শেয়ারড হোস্টিং নিলে এই সমস্যায় খুব বেশি পড়তে হয় না।

 

অপরদিকে Cloud হোস্টিং এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইট কখনোই ডাউন হবে না। আগেই উল্লেখ করেছি ক্লাউড হোস্টিং এর বিশ্বব্যাপি সার্ভার অনেক গুলো। তাই যদি Cloud Hosting দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করা থাকে তাহলে আপনার Cloud Hosting এর একটি সার্ভার অকেজো হয়ে গেলেও অন্যান্য সব সার্ভার আপনার ওয়েবসাইট সচল রাখবে। যার ফলে আপনার ওয়েবসাইট 24/7 লাইভ থাকবে।

 

মূলত এটাই হলো ক্লাউড হোস্টিং এর ব্যাসিক ধারণা।

 

ক্লাউড হোস্টিং এর সুবিধাঃ-

  • ক্লাউড হোস্টিং এর ডাউন হওয়ার সম্ভাবনা নেই বললেই হয়। যেখানে অন্যান্য Shared Hosting মাঝে মাঝেই বিকল হয়ে যায়।
  • ক্লাউড হোস্টিং এর ওয়েবসাইট গুলোতে খুব দ্রুত তথ্য আদান – প্রদান হয়। যার কারণে ওয়েবসাইট খুবই দ্রুত কাজ করে।
  • Cloud Hosting এর সিকিউরিটি সিস্টেম নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হয় না। অত্যন্ত কঠোর নিরাপত্তা প্রদান করা হয়।
  • Cloud Hosting এর সার্ভার রয়েছে বিশ্ব জুরে। যার ফলে কেউ ওয়েবসাইট ভিজিট করলে তার কাছাকাছি থাকা সার্ভার থেকে ডেটা খুব দ্রুত তার কাছে পৌছে যায়।
  • Cloud Hosting server এ থাকা ডেটা পৃথিবীর যে কোনো প্রান্তের কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করা যায়।
  • খারাপ কোনো বট আপনার সাইটে আঘাত করতে পারবেনা। সিপ্যানেল থেকে বট প্রোটেকশন অন করতে পারবেন।
  • যেকোনো সাইট বানানোর জন্য সেরা!
  • খুবই ভালো সাপোর্ট পাবেন সাপোর্ট টিমের কাছে থেকে।
  • ব্যাসিকালি Cloud Hosting ব্যবহার করতে লিনাক্স কোডিং এবং আরো অনেক কোডিং জানতে হয়। এবং ম্যানুয়ালি সবকিছুই নিজেকেই করতে হয় যেটা একটু কষ্টসাধ্য। কিন্তু আপনি আমারহোস্টার থেকে Cloud Hosting নিলে এসব কোনো কোডিং জানা লাগবে না। আমারহোস্টার হচ্ছে বাংলাদেশী Cloud Hosting প্রভাইডার। যেখান থেকে আপনি PPU সিস্টেম এ Cloud Hosting কিনতে পারবেন।আমারহোস্টার এ শুধুমাত্র Single Click এর মাধ্যমে মূহুর্তের মধ্যে আপনার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।

 

ক্লাউড হোস্টিং এর অসুবিধাঃ-

 

Cloud Hosting এর অসুবিধা নেই বললেই চলে। শুধু এর দাম টা একটু বেশি। কথা তেই আছে যে জিনিসের দাম বেশি সে জিনিস টিকেও বেশি। ক্লাউড হোস্টিং এর দাম অনেক হাই। কিন্তু আপনাদের সুবিধার্থে AMARHOSTER নিয়ে এসেছে বহনযোগ্য মূল্যে Cloud Hosting. আপনি খুব affordable price এ Cloud Hosting কিনতে পারেন। সাথে প্রথমে Cloud Hosting এর ফ্রি ট্রায়াল তো থাকছেই।

 

Shared Hosting:-

 

Shared Hosting হচ্ছে একটি সাধারণ হোস্টিং সার্ভিস। এর উদাহর টা এমন – মূলত একটি ঘর অনেক জনের সাথে ভাগাভাগি করে নেওয়া। অর্থাৎ সব টুকু ঘরের সুবিধা আপনি পাবেন না। এই হোস্টিং সার্ভিস একটু লো কোয়ালিটির টা কিনলে যেকোনো সময়ে ক্র‍্যাশ করতে পারে। আর এটার নির্দিষ্ট কিছু সার্ভার থাকে। অধিক পরিমাণে এই হোস্টিং এর সার্ভার থাকে না। যার কারণে এই হোস্টিং সার্ভার একবার crash করলে আপনার ওয়েবসাইট ও বন্ধ হয়ে যাবে। কিছু সময় পর সেটা আবার ঠিকও হয়ে যাবে।

 

 

Shared Hosting Server এর ভিপিএস হোস্টিং কিনলে আপনি দারুন ভালো Speed পাবেন। কাস্টমার হিসাবে প্রভাইডার এর থেকে ভালো সাপোর্ট পাবেন। খুব সহজেই যেকোনো সাইট তৈরি করতে পারবেন। নরমাল সাইট, পোর্টোফলিও সাইট ইত্যাদি তৈরি করার জন্য শেয়ারড হোস্টিং খুবই ভালো।

তবে Shared Hosting এ Cloud Hosting এর মতো ফুল আপটাইম বা আপনার সাইট সবসময় রানিং থাকবে এটার গ্যারান্টি বেশিরভাগ সময়েই কোনো হোস্টিং সার্ভিস প্রোভাইডার দিতে পারবে না। আর মাঝে মাঝে সাইট ডাউন হয়ে যেতে পারে। এছাড়াও খারাপ কিছু বট Shared Hosting ব্যবহার করা সাইটে আঘাত হানতে পারে। এটার ভালো কোনো সমাধান শেয়ারড হোস্টিং এ নেই। কিন্তু Cloud hosting এ এসব নিয়ে কোনো চিন্তা করার দরকার হয়না।

এই ছিলো Cloud এবং Shared হোস্টিং বিষয়ে কিছু তথ্য। আপনি যদি ব্যবসা অথবা প্রফেশনালি একটি ওয়েবসাইট রান করতে চান তবে Cloud Hosting ই সবচেয়ে ভালো হবে ।

Leave a Comment