আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন – সম্পূর্ণ গাইডলাইন।

আসসালামু আলাইকুম,

 

সুপ্রিয় – আমারউইকি এর ইউজার বৃন্দ আপনারা জেনে খুশি হবেন যে আমারউইকি আপনাদের পোস্ট করে ইনকাম করার এক দারুন সুযোগ দিচ্ছে!

অর্থাৎ এখন আমারউইকি তে গেস্ট ব্লগিং করে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এবং ১০০ টাকা হলেই আপনি বিকাশ কিংবা নগদ এর মাদ্ধমে নিতে পারবেন।

 

প্রতিটি নরমাল এবং ৪০০ থেকে ৫০০ শব্দের পোস্ট এর জন্য আপনি ৫ থেকে ১০ টাকা পাবেন যা পোস্টের মান অনুযায়ী দেয়া হয়ে থাকে। এবং প্রফেশনাল মানে পোস্টের জন্য 50 টাকা পর্যন্ত পেতে পারেন।

উইথড্র ১০০ টাকা হলে করতে পারবেন। তবে ১০০ টাকা হয়ে গেলে ৯৫ টাকা আপনাকে সেন্ড মানি করা হবে আর বাকি ৫ টাকা বিকাশের চার্জ কেটে নিবেনগদে সেন্ড মানি ফ্রি। আর আপনি চাইলে মোবাইল রিচার্জ ও নিতে পারেন।

 

আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন। এবার পোস্ট এর বিষয়ে আসা যাক।

Contents

কিভাবে অ্যাকাউন্ট তৈরি ও পোস্ট করবেন ?

 

প্রথম এ প্লেস্টোর থেকে Amarhoster অ্যাপ ডাউনলোড করে নিন। এবং অ্যাপ টা ওপেন করুন। অ্যাপ লিংক – https://play.google.com/store/apps/details?id=app.amarhoster.com

অ্যাকাউন্ট তৈরি প্রসেস –

ওপেন করে ব্লগ এ ক্লিক করুন।

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

ক্লিক করলে আমারউইকি.কম ওপেন হবে।

Menu তে ক্লিক করুন –

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

অ্যাকাউন্ট এ ক্লীক করুন –

 

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

রেজিস্টার এ ক্লিক করুন –

 

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

তারপর আপনার সব রেজিস্টার ডিটেইলস দিয়ে রেজিস্টার করুন।

  • প্রথম বক্স এ আপনার একটা ইউজার নেম দিন ।
  • দ্বিতীয় বক্স এ আপনার নামের প্রথম অংশ এবং তৃতীয় বক্স এ আপনার নামের শেষ অংশ দিন ।
  • চতুর্থ বক্স এ আপনার ইমেইল দিন।
  • এবং লাস্ট এর দুইটা বক্স এ আপনার পাসওয়ার্ড দিন।

এবং পরিশেষে Register এ ক্লিক করুন।

 

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

 

সব ইনফো ঠিক ভাবে দিলে রেজিস্টার হয়ে যাবে। আর রেজিস্টার এ আপনাকে ইমেইল ভেরিফাই করতে হবে না। ইমেইল এ কোন মেইল ও যাবে না।

 

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

অ্যাকাউন্ট তৈরি করা শেষ এখন আপনি চাইলে এই অ্যাকাউন্ট এ ফেসবুকের মতো করে পিক যুক্ত করতে পারবেন। পিক অ্যাড করতে কভার এবং প্রফাইল ফোটো এর উপর ক্লিক করে ছবি সিলেক্ট করলেই হয়ে যাবে। একদম নিচের স্ক্রিনশট এর মতো –

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

তারপরে

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

এরপর

 

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

আপনার কাঙ্ক্ষিত ছবি টা সিলেক্ট করে আপলোড দিয়ে দিন।

 

আমারউইকি তে লেখালেখি করে ইনকাম করুন

 

 

পোস্ট করার নিয়ম –

 

পোস্ট করার জন্য নেভিগেশন মেনু তে চলে যান।

লেখালেখি করে ইনকাম

 

এরপর লিখুন এ ক্লিক করুন ।

 

লেখালেখি করে ইনকাম

 

তারপর নতুন লেখা তে ক্লিক করুন।

 

লেখালেখি করে ইনকাম

 

এরপর পোস্ট লেখার মেনু পেয়ে যাবেন। এবং তার সাথে আপনার পোস্ট ভালোভাবে SEO করার জন্য প্রয়োজনীয় সব SEO Tools পেয়ে যাবেন।

 

লেখালেখি করে ইনকাম

 

নির্দিষ্ট পোস্ট ক্যাটাগরি বাছাই করে নিবেন।

এবং ট্যাগস ব্যাবহার করবেন যাতে আপনার পোস্ট সবাই সহজেই খুজে পায়।

লেখালেখি করে ইনকাম

 

SEO Tools হিসেবে Rank Math SEO tools পাবেন।

 

লেখালেখি করে ইনকাম

 

সব শেষে পোস্ট করে এবং পোস্ট এর SEO করে আপনার কাঙ্ক্ষিত পোস্ট টা পাবলিশ করুন। Publish এ ক্লিক করে।

 

লেখালেখি করে ইনকাম

 

 

পোস্ট প্রসেস টা আসা করি বুঝতে পেরেছেন। এবার আসি-

 

আপনার কত টাকা হয়েছে তা চেক করবেন কিভাবে ??

 

তা চেক করার জন্য নেভিগেশন মেনু তে ক্লিক করুন।

লেখালেখি করে ইনকাম

 

এরপর পেমেন্ট এ ক্লিক করুন।

 

লেখালেখি করে ইনকাম

 

পেমেন্ট ড্যাশবোর্ড এ ক্লিক করুন।

 

লেখালেখি করে ইনকাম

 

এরপর এখানে আপনার কত টাকা হয়েছে তা দেখতে পাবেন।

 

লেখালেখি করে ইনকাম

 

সর্বনিম্ন পেমেন্ট উইথড্র ১০০ টাকা।

 

আশা করি সবাই সবকিছু বুঝে গেছেন। কিছু বুঝতে না পারলে নিচে কমেন্ট করবেন।

 

বুঝে থাকলে দেরি না করে এখন ই ইনকাম করা শুরু করে দিন।

 

ধন্যবাদ সবাইকে।

Leave a Comment