ওয়েবসাইট ব্যাকাপের মানে হলো ওয়েবসাইট এর যাবতীয় ডেটা, ফাইল সমূহ এবং ডাটাবেজ গুলো সংরক্ষণ করে রাখা। ওয়েবসাইট ব্যাকাপ করে রাখলে যদি কোনো কারণ বশত আপনার ওয়েবসাইট এর সকল কিছু ডিলিট হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে সেটা আগের মতো নিখুঁত করে ফিরিয়ে আনা যায়। তাই আমাদের যাদের ওয়েবসাইট আছে তাদের সবার উচিৎ ওয়েবসাইটর ব্যাকাপ করে রাখা।
প্রায় সককল ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার ই ওয়েবসাইট ব্যাকাপ করা সমর্থন করে। আপনি AMARHOSTER অথবা অন্য যেকোনো ওয়েব হোস্টিং কোম্পানির সিপ্যানেল এ ব্যাকাপ এবং রিস্টোর এর অপশন পেয়ে যাবেন।
আপনি সিপ্যানেল থেকে ওয়েবসাইটের ব্যাকাপ খুব সহজেই করতে পারবেন। ব্যাকাপ করা শেষ হলে একটি ফাইল দেখতে পাবেন যেটা ডাউনলোড করে রাখতে হয়। ডাউনলোড না করলেও তেমন একটা সমস্যা নেই তবে ডাউনলোড করে রাখাই ভালো। এই পোস্টে ওয়েবসাইটের ব্যাকাপ সহ সেই ব্যাকাপ ওয়েবসাইটে রিস্টোর কিভাবে করতে হয় সেটাও দেখানো হবে। এই প্রসেস গুলো খুবই সহজ। যে কেউ এই প্রসেস অ্যপ্লাই করে নিজের ওয়েবসাইটের ব্যাকাপ এবং রিস্টোর খুব সহজেই করতে পারবেন।
ওয়েবসাইট কিভাবে ব্যাকাপ করবেন?
ওয়েবসাইট ব্যাকাপের জন্য প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের সিপ্যানেলে লগিন করতে হবে। তো আগে সিপ্যানেলে লগিন করে নিন। লগিন করার পরে সার্চ বার এ চলে আসুন ।
সার্চ বার এ “backup” লিখে সার্চ করুন। এবং “Backup wizard” এ ক্লিক করুন।
তারপর “Back Up” এ ক্লিক করুন।
নিচের মতো “Full Backup” এ ক্লিক করুন।
তারপর “Generate Backup” এ ক্লিক করুন।
“Generate Backup” এ ক্লিক করার পর নিচের মতো দেখতে পাবেন। এখানে ব্যাকাপ সম্পূর্ণ হচ্ছে… তাই এখানে ২-১ মিনিট অপেক্ষা করে “Go Back” এ ক্লিক করুন।
“Go Back” এ ক্লিক করলে নিচের মতো আসবে। এখানে দেখবেন একটা ব্যাকাপ এর ফাইল চলে আসবে এটা আপনার এন্ড্রয়েড ফোন অথবা পিসি তে ডাউনলোড করে নিন। আপনার সাইট বেশি বড় এবং অনেক বেশি কোডিং করা থাকলে এই ফাইল সাইজ ও অনেক বেশি MB (Mega Byte) কিংবা GB (Giga Byte) হবে।
ডাউনলোড সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ডাউনলোড করা হয়ে গেলে আপনার ওয়েবসাইট এর সম্পূর্ণ ব্যাকাপ আপনার ফোন অথবা পিসির ড্রাইভ এ চলে যাবে। অর্থাৎ আপনার ওয়েবসাইট এর ফুল ব্যাকাপ আপনার কাছে আছে। এখন এই ফাইল দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে কোডিং রিলেটেড অথবা অন্য কোনো সমস্যা হলে আপনি ওই ব্যাকাপ এর ফাইল দিয়ে আপনার সাইট আগের মতো নিখুঁত ভাবে রিস্টোর করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন।
ওয়েবসাইট এর ব্যাকাপ দিয়ে কিভাবে রিস্টোর করবেন?
রিস্টোর করার জন্য আপনাকে সিপ্যানেলের হোম পেজে গিয়ে ঠিক আগের মতো করে সার্চ বার / বক্স এ “backup” লিখে সার্চ করতে হবে। এবং নিচে দেখানো নীল রঙের ব্যাকাপ অপশন টা তে ক্লিক করুন।
তারপর এখানে নিচের দিকে দেখতে পাবেন “Restore a Home Directory Backup” অপশন। এখানে আপনার ডাউনলোড করা সেই ব্যাকাপ ফাইল টা সিলেক্ট করে আপলোড করে দিন।
এবং সর্বশেষ,
ব্যাকাপ ফাইল সিলেক্ট করার পরে “Upload” এ ক্লিক করুন। আপলোড হওয়ার পর আপনার ওয়েবসাইটে ভিজিট করে দেখুন সব আগের মতো ঠিকঠাক ভাবে ওয়েবসাইট রিস্টোর হয়ে আছে। 💖
এই ছিলো ওয়েবসাইট ব্যাকাপ এবং রিস্টোর করার সহজ প্রসেস।
ওয়েব হোস্টিং, ডোমেইন, সি-প্যানেলে যাবতীয় সমস্যার সঠিক ও দ্রুত সমাধান পেতে https://hostkotha.com/ এ সাইন আপ – লগিন করে জিজ্ঞাসা করতে পারেন। হোস্টকথা.কম হলো আমারহোস্টার.কম একটি সাবসিডিয়ারী সমস্যা সমাধানের ওয়েবসাইট।
যেকোনো বাজেটের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তার ওয়েব হোস্টিং অথবা ডোমেইন কিনতে ভিজিট করুন – https://amarhoster.com/ এ।