আসসালামু আলাইকুম,
প্রথমেই আপনাকে আমারহোস্টার এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ওয়েবসাইট জগৎে আপনাদের পথচলার সাথী হতে পেরে আমরা খুবই আনন্দিত।
আপনি যদি আমাদের পুরাতন গ্রাহক হয়ে থাকেন তাহলে জেনে থাকবেন যে আমরা সব সময় নতুন এবং সবার থেকে সেরা ফিচার গুলো আনার চেষ্টা করি।
যেমন বাংলাদেশে আমরাই প্রথম Pay as you go হোস্টিং প্যাকেজ নিয়ে এসেছি যেখানে আপনি যতটুকু ব্যাবহার করবেন শুধুমাত্র ততটুকুর জন্যই পেমেন্ট করতে হবে ।
এর মাধ্যমে যারা ছোট ওয়েবসাইট পরিচালনা করে তাদের হোস্টিং এর খরচ অনেকাংশে কমে গিয়েছে।
নতুনত্বে ধারাবাহিকতায় এবার আমরা নিয়ে এসেছি dynamic affiliate programm
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের এফিলিয়েট প্রোগ্রাম তো অনেক আগে থেকেই চালু আছে তাহলে এর মাঝে নতুনের কি আছে বা কেন আমরা বাংলাদেশে প্রথম এই শব্দটি ব্যবহার করেছি! এই প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।
আগে আমাদের এফিলিয়েট সিস্টেম একদম সিম্পেল ছিল যেখানে কেউ অ্যাকাউন্ট করলে একটা লিংক পেতো যেই লিংক থেকে রেফার করতে হতো। কিন্তু এবার আমরা এফিলিয়েট প্রোগ্রাম কে উন্নত করতে নতুন একটা পদ্ধতি এনেছি, যেখানে ইউজার এর ইনকাম বাড়ার সুযোগ আগের তুলনায় যেমন অনেক বেশী, তেমনই সহজ ।
আপনি আমাদের এফিলিয়েট মার্কেটার হিসেবে সাইনাপ করলে আপনাকে একটি লিংক দেওয়ার পাশাপাশি আপনাকে একটি টেমপ্লেট দেওয়া হবে। যেটি আপনার কোনো হোস্টিং এ আপলোড করলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ একটি এফিলিয়েট ওয়েবসাইট। আপনাকে কোনো প্রকার কোডিং করতে হবে না বা আপনাকে কোনো ডাটাবেস তৈরি করতে হবে না বা ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে না।
আসুন এটা নিয়ে বিস্তারিত ভাবে জেনে নিই।
Contents
কিভাবে একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ শুরু করতে হবে
আপনাকে প্রথমে আমাদের সাইটে গিয়ে একটি এফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে। যেখানে আপনি একটি লিংক পাবেন। তারপর নিচে দেওয়া টেমপ্লেট গুলো ডাউনলোড করে নিতে হবে।
আমরা ২টি টেমপ্লেট তৈরী করেছি এবং ভবিষ্যতে আরো এড করা হবে । আপনাকে শুধু এই ২টার যেকোনো একটা ডাউনলোড করতে হবে এবং আপনার হোস্টিং এ আপলোড করতে হবে ।
প্রথম টেমপ্লেট-
দ্বিতীয় টেমপ্লেট-
প্রথম টেম্পলেটের ডাউনলোড লিংক-
দ্বিতীয় টেমপ্লেটের ডাউনলোড লিংক –
এখানে ২টি টেমপ্লেটের ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিবেন ।প্রথম টেমপ্লেট টা ইংলিশ ভার্শন ও দ্বিতীয় টেমপ্লেট টা বাংলা ভার্শন ।
এবার আসুন জেনে নিই কিভাবে টেমপ্লেট গুলো ব্যবহার করতে হবে বা আপনার এফিলিয়েট লিংকের সাথে এড করতে হবে।
টেমপ্লেট এ কিভাবে নিজের এফিলিয়েট লিংক ব্যবহার করতে হবে?
এক্ষেত্রে প্রথমে আপনাকে ওপরের টেমপ্লেট ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। এটা zip ফাইলে থাকবে তাই আপনি চাইলে এটা আপনার ফোনে বা কম্পিউটারে ওপেন করতে পারবেন খুব সহজেই । ফোনে ওপেন করতে চাইলে আপনার ফোনের ফাইল ম্যানেজার দিয়েই করা যাবে অথবা আপনি চাইলে Zarchiver এপটি ব্যবহার করতে পারেন। আর কম্পিউটারের জন্য Winrar ব্যবহার করতে পারবেন।
তারপর,
২টি টেম্পলেটের মধ্যেই site-info.php নামে একটি ফাইল পাবেন।
আপনাকে এই ফাইলটি ওপেন করতে হবে কিছু কোড এডিট করতে হবে যা নিচে দেখানো হয়েছে।
তো ওপেন করার পর এমন কিছু লেখা পাবেন-
এখানে আপনার সাইটের ইনফো গুলো দিয়ে এড করবেন ।
কিভাবে করবেন তা নিচে দেওয়া হলো –
// affilliate id
$affid = ” আপনার এফিলিয়েট আইডি (example – 90)”;
// Site Name
$name = ‘ আপনার ওয়েবসাইটের নাম’;// Site Slogan / Headline / Title
$bdix_reseller = ‘ আপনার ওয়েবসাইটের হেডিং’;
// your website name
$companyName=”আপনার ওয়েবসাইটের নাম”;
// logo url
$logoUrl=” আপনার লোগো লিংক”;
// tawk to API
$tawkto=”যদি tawk to ব্যবহার করেন তাহেল tawk to API”;
// footer copyright text
$copyright=”Footer copyright text”;?>
ওখানের লেখাগুলো এভাবে লিখে সেভ করে তারপর আবার ফাইলটি Zip করবেন।
ব্যস, টেমপ্লেটের কাজ শেষ এবার দেখাবো এটা দিয়ে এফিলিয়েট ওয়েবসাইট কিভাবে তৈরী করব?
হোস্টিং এ টেমপ্লেট আপলোড
আপনি জানলে অবাক হবেন যে আমারহোস্টার তার সকল এফিলিয়েট মার্কেটারদের এই ওয়েবসাইট বানানোর জন্য একদম বিনামূল্যে হোস্টিং দিবে । আপনি চাইলে আমারহোস্টার থেকে ফ্রিতে সাবডোমেইম নিয়ে কাজ করতে পারবেন অথবা চাইলে প্রিমিয়াম কোনো ডোমেইন ব্যবহার করতে পারবেন।
তো প্রথমেই আপনাকে আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজার এ যেতে হবে এবং আপনার ডোমেইন এর ফোল্ডারে যেতে হবে । আপনি যদি মেইন ডোমেইন এ এড করতে চান তাহলে root ফোল্ডার ওপেন করুন । যদি সাবডোমেইন এ এড করতে চান তাহলে সেই সাবডোমেইন এর ফোল্ডার ওপেন করুন ।
এখানে আপনার এডিট করা টেমপ্লেট টি আপলোড করতে হবে । তার জন্য আপলোড বাটন এ ক্লিক করুন ।
এরপর আপনি নিচের মতো ইন্টারফেস পাবেন । এখানে select file এ ক্লিক করুন এবং আপনার ফাইল টি সিলেক্ট করে আপলোড করে দিন ।
আপলোড হওয়ার পর এখানে যান –
তারপর আপলোড হওয়া ফাইলটি extract করুন-
ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখুন আপনার ওয়েবসাইট একটা হোস্টিং সার্ভিস প্রোভাইডার ওয়েবসাইট হয়ে গিয়েছে। আর এই ওয়েবসাইটের প্রতিটি লিংকে আপনার এফিলিয়েট লিংক রয়েছে । অর্থাৎ এখান থেকে কেউ কোনো প্যাকেজ কিনলে আপনার এফিলিয়েট লিংকের মাধ্যমে কিনবে এবং তার থেকে একটা নির্দিষ্ট কমিশন আপনি পাবেন ।
আগে আপনাকে আমাদের সাইটের লিংক শেয়ার করতে হতো কিন্তু এখন থেকে আপনি আপনার নিজের ওয়েবসাইট এর লিংক শেয়ার করতে পারবেন নিজস্ব কম্পানির মতো।
তাই দেরি না করে এখুনি একটি এফিলিয়েট অ্যাকাউন্ট করে টাকা আয় করা শুরু করে দিন।
গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর
ক্লাউড হোস্টিং এ কত কমিশন পাবো?
আমারহোস্টার এর ক্লাউড হোস্টিং এ ২৫% অ্যাফিলিয়েট কমিশন পাবেন।
প্রিমিয়াম হোস্টিং এ কত কমিশন পাবো?
আমারহোস্টার এর প্রিমিয়াম হোস্টিং এ ২০% অ্যাফিলিয়েট কমিশন পাবেন।
রিসেলার হোস্টিং এ কত কমিশন পাবো?
সকল রিসেলার হোস্টিং এ ১০% এফিলিয়েট কমিশন।
BDIX হোস্টিং এ কমিশন কতো?
BDIX হোস্টিং এ ২০% এফিলিয়েট কমিশন।
বান্ডেল হোস্টিং এ কমিশন কতো?
বান্ডেল হোস্টিং এ ১০% এফিলিয়েট কমিশন।
SMM হোস্টিং এ কমিশন কতো?
SMM অপটিমাইজড হোস্টিং এ ২৫% অ্যাফিলিয়েট কমিশন।
স্টুডেন্ট ও DMCA হোস্টিং এ কমিশন কতো?
স্টুডেন্ট ও DMCA ইগনর্ড হোস্টিং এ ৫% অ্যাফিলিয়েট কমিশন।
বাজেট হোস্টিং এ কমিশন কতো?
বাজেট হোস্টিং এ ১০% এফিলিয়েট কমিশন।
ডোমেইন এ কোন কমিশন আছে?
না, আমাদের ডোমেইন এ কোন কমিশন নেই তবে আপনি ফ্রী তে আমাদের ডোমেইন রিসেলার প্রোগ্রাম এ সাইন আপ করে নিজের প্রাইজে ডোমেইন সেল করতে পারেন।
আমি কি লাইফটাইম কমিশন পাবো?
জ্বি আমাদের রিকারিং এফিলিয়েট । আপনার রেফার করা ইউজার যতদিন পর্যন্ত সার্ভিস রিনিউ করবে আপনি ততদিন কমিশন পেতে থাকবেন।
বিস্তারিত জানতে আমাদের এফিলিয়েট পেইজটি ভিজিট করে আসুন।
আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন।
ভালো থাকবেন,সব সময় আমাদের সাথেই থাকবেন।