নিয়ে নিন কিছু জনপ্রিয় ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন | ওয়ার্ডপ্রেস এসইও

আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা সকলেই চাই যে লোকজন আমাদের সাইটে আসুক এবং আমাদের কনটেন্ট গুলো দেখুক। কিন্তু ভিজিটর দের গিয়ে গিয়ে বলার তো সুযোগ নেই তাই আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিন এর জন্য এসইও করতে হয়।

অনেকেই আছেন যারা এসইও নিয়ে বেশি কিছু জানেন না তাদের তারা ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য বিভিন্ন ফ্রি/পেইড প্লাগইন ব্যবহার করে। আর আজ আমি এমনই কিছু প্লাগইন নিয়ে আলোচনা করবো যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই এসইও করতে পারবেন।

 

আমি যে প্লাগইন গুলোর নাম নিচে শেয়ার করেছি এগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন আবার এডভান্সড লেভেলের কাজ করতে চাইলে প্রো ভার্সনও ব্যবহার করতে পারবেন।

 

Contents

জনপ্রিয় কিছু ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন

 

Yoast SEO

Yoast SEO হলো ওয়ার্ডপ্রেসের এক জনপ্রিয় এসইও প্লাগইন।বর্তমানে এই প্লাগইনটি ৫ মিলিয়নের বেশি ওয়েবসাইটে ব্যবহার করা হয়। পোস্ট বা পেইজের মেটা ডেসক্রিপশন,ওপেন গ্রাফ ট্যাগ,কনিক্যাল,কাস্টম টাইটেল ট্যাগ তৈরির কাজে ব্যবহার করা যায়।

একটি পোস্ট বা পেইজ ইউজার ফেন্ডলী করার জন্য যেসব টিপস প্রয়োজন তা আপনি এখান থেকে পাবেন।

 

Yoast SEO প্লাগইনের কিছু ফিচারঃ

Schema markup 

● Advanced XML sitemaps 

● Optimization of AMP pages 

● Language support 

● Breadcrumbs control 

● Support for ‘’no index’’ content 

● Title and meta description template

● Verify site 

 

All in one SEO 

Yoast SEO এর পরে এটিও জনপ্রিয় একটি এসইও প্লাগইন। বর্তমানে এটি প্রায় ৩ মিলিয়ন সাইটে ব্যবহার করা হয়। নতুনদের জন্য এটি সেরা একটি প্লাগইন। প্লাগইনটি একটিভ করার সাথে সাথেই তার কাজ শুরু করে দেয়।

এটি অটোমেটিক ভাবে মেটা ট্যাগ তৈরি করে থাকে এবং সার্চ ইঞ্জিন গুলোর জন্য টাইটেল ট্যাগ অপটিমাইজ করে দেয়।

সার্চ ইঞ্জিনের জন্য এটি Robot.txt ফাইল তৈরি করে থাকে।

 

 

All in one SEO প্লাগইনের কিছু ফিচারঃ

 

WordPress SEO setup wizard 

● Automatic meta tag generation 

● XML and RSS sitemap support 

● Exclusive meta title and description 

● Duplicate content detection 

● extensive SEO keywords 

● API support 

● E-commerce SEO

 

SEOPress

একটি সাইটের ট্রাফিক বাড়ানোর জন্য এটি একটি পাওয়ারফুল প্লাগইন। এটি দিয়ে সম্পূর্ণ একটি সাইট অপটিমাইজ করা যায়। প্রায় ১ মিলিয়ন সাইটে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি দিয়ে আপনি খুব সহজেই XML সাইটম্যাপ তৈরি করতে পারবেন।

 

SEOPress প্লাগইনের কিছু ফিচারঃ

● Unlimited keywords support 

● Social media monitoring 

● Installation wizard for quick setup 

● Meta description with dynamic variations 

● Canonical URL 

● Google knowledge graph 

● Free SEO tutorials 

● Neondex support 

● Redirection in the post, custom post, pages 

● Image SEO 

(ডোমেইন হোস্টিং কিনে নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে আজই ভিজিট করুন AmarHoster.Com)

 

Rank Math

Rank Math হলো অন্যতম একটি জনপ্রিয় এসইও প্লাগইন। এটি আপনি ফ্রি এবং প্রো ভার্সনে ব্যবহার করতে পারবেন। আমি নিজেও এটি ব্যবহার করে থাকি। এটি সম্পূর্ণ ইউজার ফেন্ডলী একটি প্লাগইন। এটি নতুনদের জন্যেও সেরা একটি প্লাগইন। এই প্লাগইন ব্যবহার করে আপনি খুব অল্প সময়েই সাইট র‍্যাংক করাতে পারবেন।

 

 

Rank Math প্লাগইনের কিছু ফিচারঃ

Advance SEO observing 

● Rich snippets markup 

● Redirect manager 

● Card previews for Facebook and Twitter 

● Unlimited keywords support 

● Breadcrumbs optimization 

● LSI keyword tool integrated 

● XML sitemap 

● Image SEO 

● Add widely images on social images

 

The SEO Framework

 

The SEO Framework নতুন কিংবা এক্সপার্ট সকল ধরনের লোকদের জন্য সেরা একটি প্লাগইন। এটি দিয়ে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন।

 

The SEO Framework প্লাগইনের কিছু ফিচারঃ

WordPress 5.1 and higher 

● PHP 5.6 and higher 

● Automatically generating optimized titles 

● Detection and output of robots.txt and sitemap.xml files 

● Internationalization through wordpress.org

 

1 thought on “নিয়ে নিন কিছু জনপ্রিয় ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন | ওয়ার্ডপ্রেস এসইও”

Leave a Comment