বর্তমানে সকলের মনেই একটা আশা নিজের একটি ওয়েবসাইট থাকুক কিন্তু ওয়েবসাইট বানাতে তো অনেক খরচ!! তাই হয়তো সেই আশা শুধু আশা হয়েই থাকে। তার আর বাস্তবে কোনো রূপ দেওয়া হয় না কিন্তু কেমন হতো যদি নাম মাত্র দামে ডোমেইন হোস্টিং কেনা যেতো!!! আজ আমি শেয়ার করবো কিভাবে .com ডোমেইন ৪৯৯ টাকা দিয়ে কিনবেন সেই টপিকে।
প্রিয় ভিজিটর,আপনি ইতিমধ্যে জানেন আমারহোস্টার হলো বাংলাদেশের সেরা ডোমেইন-হোস্টিং কম্পানির মধ্যে অন্যতম একটি কম্পানি। আর এখন আমারহোস্টার আপনাকে দিচ্ছে মাত্র ৪৯৯ টাকায় .com ডোমেইন কেনার অনন্য সুযোগ। যেটি রিনিউ করতে আপনার মাত্র ৯৯৯ টাকা লাগবে
তাই দেরি না করে এখুনি আমারহোস্টারের থেকে ডোমেইন কিনে তৈরি করে নিন পারসোনাল একটি ওয়েবসাইট। আর সেটিকে ব্যবহার করে মাসে আয় করুন হাজার হাজার টাকা।
আমারহোস্টার থেকে ডোমেইন কিনলে আপনি যে যে সুবিধা পাবেন সেগুলো নিচে দেওয়া হলোঃ
– সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস
– DNS Management
– Custom Nameservers
– Email Forwarding
– ID Protection
– Transfer Lock
-এছাড়াও ডোমেইন যেকোন সময় ট্রান্সফার করে নিতে পারবেন।
তাই এই অফার শেষ হওয়ার আগেই আপনার নিজের নামে একটি ডোমেইন কিনে নিন।
বিস্তারিত জানতে তাদের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলুন।
অথবাঃ
[email protected]
+880 1869 4302 42