ব্লগিং কি? ব্লগিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন?

Contents

বর্তমানে ব্লগ লিখে ইনকাম করাটা খুব জনপ্রিয় এবং লাভজনক মাধ্যম হয়ে দাড়িয়েছে।

 

যারা ব্লগ সম্পর্কে একটু ভালো ধারণা রাখে তাদের অনেকেই ঘরে বসে শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে ব্লগ লিখে ইনকাম করছে। আবার অনেকেই ব্লগিং করাকে তাদের পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। তারা নিজের একটি ওয়েবসাইট খুলে ব্লগিং করার মাধ্যমে ইনকাম করছে হাজার হাজার টাকা!

 

ব্লগ বা ব্লগিং কি?

আমরা যদি আমাদের বা অন্য কারো ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সাজিয়ে গুছিয়ে লেখি যাতে সবাই উক্ত বিষয় গুলো বুঝতে পারে তখন সেই লেখালেখি করাই হবে ব্লগ !

যদি আপনি এই ব্লগ লেখায় একটু ভালো হন এবং ব্লগ লেখায় মনোযোগি হতে পারেন তাহলে এই ব্লগ লিখে ঘরে বসেই অনেক টাকা আয় করতে পারবেন। শুধু যারা ব্লগ এ ভালো তাড়াই নয় বড়ং ব্লগ সম্পর্কে মোটামুটি জানে এবং ব্লগ লেখতে খুব বেশি ভালো না তারাও ইচ্ছা করলে অন্যদের ব্লগ দেখে এবং সেইগুলো থেকে ভালো ধারণা নিয়ে প্র‍্যাকটিস করলে তারাও ব্লগ লেখে অনেক টাকাই উপার্জন করতে পারবেন। ব্লগে একবার সফলতা পেয়ে গেলে আপনাকে ভবিষ্যতে অর্থ নিয়ে আর চিন্তা করতে হবে না।

 

ব্লগিং কিভাবে করতে হয়?

ব্লগিং করার অনেক গুলো রাস্তা আছে। তার মধ্যে ওয়েবসাইটে ব্লগিং করা বর্তমানে বেশি জনপ্রিয় এবং লাভজনক। ব্লগ সাধারণত Blogger.com এবং WordPress.com blogging করার জন্য খুবই ভালো। এই দুইটা সাইট দিয়ে আপনি আপনার  blogging সাইট তৈরি করতে পারবেন। এবং সেখানে প্রফেশনালি blogging করার মাধ্যমে ভালো একটা অংকের টাকা আয় করতে পারবেন। অবশ্যই আপনার তৈরীকৃত সাইটে মোটামুটি ভালো পরিমানে ভিজিটর থাকতে হবে।

 

Blogger কি?

Blogger হচ্ছে গুগল দ্বারা পরিচালিত একটি blogging ওয়েবসাইট। এই ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে আপনি সাইন আপ করার মাধ্যমে নিজের একটি blog site তৈরি করে নিতে পারবেন। এবং আপনার সেই সাইটে blog লেখতে পারবেন। আপনার ব্লগ গুলো মানসম্মত হলে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনার blog site এ ভিজিটর লাগবে এবং একটা প্রিমিয়াম ডোমেইন লাগবে।

ডোমেইন এর বিষয়ে জানতে এই পোস্ট টি পড়তে পারেন – https://sikho.amarhoster.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a7%af%e0%a7%af-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%81%e0%a6%a8-xyz-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87/#more-171

blogger মূলত নতুন ইউজার দের কাছে একটু নিয়ন্ত্রণ করা কঠিন। ধিরে ধিরে সেটার সমাধানও হয়ে যাবে। blogger এ blogging করা সম্পূর্ণ ফ্রি। কিন্তু যদি আপনি blogger কে ইনকামের সোর্স বানাতে চান তাহলে শুধু ডোমেইন টা আপনাকে extra করে কিনে নিতে হবে। তারপর ভালো ভালো blogging করে আপনি 100% ইনকাম করতে পারবেন!! ইনকাম গ্যারান্টি গুগল নিজে আপনাকে দিবে। 😁

গুগল অ্যাডসেন্স কি? (What is Google Adsense?)

Google adsense হলো গুগল দ্বারা পরিচালিত আরেকটি প্রতিষ্ঠান। এই গুগল adsense ই  আপনাকে blog লেখার জন্য টাকা দিয়ে থাকে। আপনি যত ভালো blog লেখতে পারবেন এবং আপনার সাইটে ভিজিটর যেমন থাকবে এইসব বিবেচনা করে গুগল আপনার সাইটে adsense দিবে। ভিজিটর কম বা blog ভালো না হলে adsense সহজে পাওয়া যায় না। তাই সবকিছু ঠিক রেখে adsense এর জন্য apply করবেন। আর শুধুমাত্র গুগল ই যে রেভিনিউ প্রদান করে তা না ! ইন্টারনেটে আরো অসংখ্য সাইট আছে যাদের Google Adesense এর বিকল্প হিসেবে blogger রা ব্যবহার করে থাকে।

 

এবার আসি WordPress নিয়ে।

WordPress কি?

ওয়ার্ডপ্রেস ও blogger এর মতোই  একটা ওয়েবসাইট এবং একটা CMS বা Content management server. Blogger এর মতোই এখানেও আপনি blog লিখে ইনকাম করতে পারবেন। blogger এর তুলনায় WordPress অনেক সহজ হয় এর যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করা। নতুন ব্যবহারকারীরা খুব তাড়াতাড়িই wordpress বুঝে যায়। Blogger এর থেকে অত্যধিক সুবিধা রয়েছে WordPress এ।

 

তবে blogger এ যেমন শুধু একটা ডোমেইন কিনলেই সব কিছু রেডি হয়ে যায় তেমনি WordPress এ এমনটা হয় না। WordPress এ আপনাকে আলাদা ভাবে ডোমেইন এর সাথে হোস্টিং ও কিনতে হয়। এই জায়গায় শুধু ওয়ার্ডপ্রেস টা একটু ক্রিটিক্যাল। তাছাড়া WordPress এর সব কিছু একদম পারফেক্ট ! হোস্টিং এবং ডোমেইন ঊর দাম গুলো অনেক বেশি হয় যার কারণে অনেকেই কিনতে পারে না। তো এক্ষেত্রে যদি আপনি আমাদের —> আমার-হোস্টার থেকে ডোমেইন – হোস্টিং নেন তাহলে অনেক কম দামে খুব ভালো মানের ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন। চাইলে আপনি AmarHoster.com থেকে হোস্টিং প্যাকেজ এবং ডোমেইন কিনতে পারেন। প্রফেশনালি blogging করার জন্য ডোমেইন – হোস্টিং কিনে শুরু করাটাই সবথেকে ভালো।

 

WordPress এবং Blogger সম্পর্কে আপনি ইন্টারনেট থেকে আরো ভালো ভাবে জেনে নিতে পারেন।

1 thought on “ব্লগিং কি? ব্লগিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন?”

Leave a Comment