আইনস্টাইনের বিখ্যাত ৫টি ধাধার একটি, আইনস্টাইনের ৫ বাড়ির ধাধা। Solved

আইনস্টাইনের বিখ্যাত পাঁচ বাড়ির ধাঁধা, পারবেন Solve করতে?

(By kolkata24x7 online desk
September 13, 2015)
কথিত আছে, একটি অদ্ভূত ধাঁধা তৈরি করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। অল্পবয়সেই এটা বানিয়েছিলেন তিনি। কিন্তু, সেই ধাঁধার উত্তর দিতে কালঘাম ছুটে যায় সাধারণ মানুষের। বিভিন্ন রিপোর্টে বলা হয় মাত্র ২ শতাংশ মানুষ এটার সমাধান করতে পারে। ফের প্রকাশ্যে এসেছে সেই জটিল ধাঁধা। লজিক দিয়ে সমাধান করতে হয় এটি। একবার চেষ্টা করে দেখুন, সলভ করতে পারেন কিনা।
একটি রাস্তা। সেখানে পাশাপাশি পাঁচটি বাড়ি। প্রত্যেক বাড়িতে একজন করে বাসিন্দা রয়েছেন। তাঁদের প্রত্যেকের নাম আলাদা। প্রত্যেকটি বাড়ির রঙ আলাদা। প্রত্যেকে আলাদা আলাদা পানীয় পান করেন। প্রত্যেকে আলাদা আলাদা খবরের কাগজ পড়েন। (নামগুলি পরিবর্তন করা হল)
১. জেজ থাকেন লালরঙের বাড়িতে।
২. লিজ পোষেন খরগোশ।
৩. ভ্লাদিমির খান ভদকা।
৪. সাদা বাড়ির ঠিক বাঁ পাশের বাড়িটাই সবুজ রঙের।
৫. সবুজ বাড়িটির বাসিন্দা কফি খান।
৬. যিনি Morning Star পত্রিকাটি পড়েন তাঁর কাছে একটি সোনালি ঈগল আছে।
৭. বেগুনি রঙের বাড়ির বাসিন্দা Daily Express পড়েন।
৮. মাঝের বাড়িতে যে থাকেন তিনি দুধ খান.
৯. প্রথম বাড়িটিতে থাকেন নাইজেল।
১০. যে ব্যক্তি Guardian পত্রিকা পড়েন তাঁর পাশের বাড়ির লোকটি বাড়িতে বাঘ পুষেছে।
১১. যিনি ঘোড়া পোষেন তাঁর পাশের বাড়িতেই থাকেন সেই ব্যক্তি যিনি Daily Express পড়েন।
১২. যিনি Times পত্রিকা পড়েন তিনি বিয়ার খান।
১৩. ডোনাল্ড পড়েন Daily Mail.
১৪. নীল বাড়ির পাশের বাড়িতে থাকেন নাইজেল।
১৫. যিনি Guardian পত্রিকা পড়েন, তাঁর পাশের বাড়ির বাসিন্দা গ্রিন টি খান।
প্রশ্নটি হল কার কাছে গোল্ড ফিশ আছে?

 

এই ধাধাটি আমি ফেসবুকে পেলাম এবং সেখানে উত্তর দেওয়া ছিল। তো আমি সলভ করে উত্তরের সাথে মিলিয়ে দেখি মিলে গেছে। তো ভাবলাম এটাই কন্টেন্ট আকারে পাবলিশ করি। এটাউ সার্চ হয়েছে অনেক দেখলাম গুগলে। তো সমাধান –

সমাধান

এখানে ৯ নং এ বলা হয়েছে প্রথম বাড়িতে থাকেন নাইজেল। ১৪ নং থেকে জানা যায় তার পাশের বাড়ির রং নীল, আর ৮ নং সূত্র অনুযায়ী মাঝখানের বাড়ির লোক দুধ খান। তাহলে
প্রথম বাড়ী নাইজেল, তার পাশের বাড়ির (২য় বাড়ি) রং নীল তার পাশের বাড়ির(৩নং বাড়ি) লোক দুধ খায়।

৪ ও ৫ এ বলেছে সাদা বাড়ির বাম পাশের বাড়ি সবুজ এবং সবুজ বাড়িতে যে থাকেন তিনি কফি খান। তার মানে ৩নং বাড়ি সবুজ নয় কারন ৩নং কারন বাড়ির মালিক দুধ খান। তাহলে সবুজ বাড়ি ৪/৫ নং বাড়ী হতে পারে। আরো একটা কথা বলেছে সাদা বাড়ির বাম পাশের বাড়ী সবুজ। তার মানে সবুজ বাড়িটি ১ বা ৫ হবেনা তাহলে তার ডান পাশে সাদা থাকবেনা। তাহলে বোঝায় যাচ্ছে, সবুজ বাড়ি ৪ নাম্বার সাদা বাড়ি ৫ নাম্বার।
মাথা আউলাচ্ছে এইবার.. দাড়ান একটু সাজিয়ে নেই সব কিছু এখনো পর্যন্ত

১ম বাড়ী নাইজেল ২য় বাড়ি নীল তার পাশের বাড়ি দুধ খান, তার পাশের বাড়ি সবুজ (৪ নং) এবং তার পাশের বাড়ি সাদা (৫নং)। সবুজ বাড়ির লোক কফি খায় তাহলে কফি খায় ৪নং বাড়ি।

এবার ক্লু দেখি.. ১ এ লাল বাড়িটে জেজ থাকে. তাহলে এটা ১ অথবা ৩ নং বাড়ি হতে পারে। তবে এটা জানি ১ নং বাড়ি নাইজেলের। তাহলে লাল বাড়ি তিন নম্বর জেজ এর।

ওকে তাহলে প্রথম বাড়ি নাইজেল, তার পাশে নীল বাড়ি (২য়), তার পাশে ৩ নং বাড়ি যেটা লাল যিনি দুধ খান, তার পাশে সবুজ বাড়ী (৪নং) যিনি কফি খান, তার পাশে সাদা বাড়ি ৫ নং। তাহলে জানিনা খালি ১ নং বাড়ির রং।

ক্লুর মধ্যে আর একটি রংএর কথায় আছে যা বেগুনি ৭নং এ যিনি ডেইলি এক্সপ্রেস পড়েন। তার মানে ১নং বাড়ির রং বেগুনি যিনি ডেইলি এক্সপ্রেস পড়েন।

১১নং অনুযায়ি যিনি ঘোড়া পোষেন তার পাশের বাড়ির লোক ডেইলি এক্সপ্রেস পড়েন। তাহলে ২নং বাড়ির লোক ঘোড়া পোষেন।
তাহলে,

১নং বাড়ি বেগুনি , নাইজেল থাকে, ডেইলি এক্সপ্রেস পড়ে, ২নং বাড়ি নীল ও ঘোড়া পোষেন। ৩নং বাড়ির রং লাল যেখানের লোক দুধ খান, ৪নং বাড়ির রং সবুজ যিনি কফি কান তার পাশের বাড়ি সাদা।

১২ নং ক্লু অনুযায়ি যিনি টাইমস পত্রিকে পড়েন তিনি বিয়ার খান। তাহলে এমন একজন আছেন যে কি পত্রিকা পড়ে এবং কী খায় ২টাই আমরা জানিনা.. । এখানে একমাত্র সাদা রংএর বাড়ির লোকের ক্ষেত্রে কিপড়ে ও খায় তা জানিনা..
তার মানে সাদা রঙের বাড়ির লোক টাইমস পড়ে এবং বিয়ার খায়।

তাহলে দাড়ায় –
১নং বাড়ি সাদা, থাকে নাইজেল, পড়ে ডেইলি এক্সপ্রেস,
২নং বাড়ি নীল, পোষে ঘোড়া,
৩নং বাড়ি লাল, খায় দুধ
৪নং বাড়ি সবুজ, খায় কফি
৫নং বাড়ি সাদা, পড়ে টাইমস, খায় বিয়ার।

লাইন গুলো পর পর লিখে একটা জিনিস মাথায় আসলো,, প্রত্যেক বাড়ির ৫ টা তথ্য লাগবে, রং, কে থাকে, কি পড়ে, কি পোষে, কি খায়.
তাহলে –
১নং বাড়ি সাদা, থাকে নাইজেল, পড়ে ডেইলি এক্সপ্রেস,
২নং বাড়ি নীল, ….. থাকে, …. পড়ে, পোষে ঘোড়া, …… খায়
৩নং বাড়ি লাল, …… থাকে, …..পড়ে, পোষে …… , খায় দুধ
৪নং বাড়ি সবুজ, ……. থাকে, ….. পড়ে, পোষে ….., খায় কফি
৫নং বাড়ি সাদা, ……. থাকে, পড়ে টাইমস, পোষে……., খায় বিয়ার।

এখন

তাহলে প্রথম ও ২য় বাদে বাকিরা কি খায় জানি। তাহলে দেখি কার কার খাওয়ার ক্লু আছে তবে এখনো বের করিনি।

১৫ নং ক্লু অনুযায়ি যিনি গার্ডিয়ান পত্রিকা পড়ে তার পাশের বাড়ির লোক গ্রিন টি খায়। আর যে গার্ডিয়ান পত্রিকা পড়ে তার পাশের বাড়ির লোক বাঘ পুষেছে।

তাহলে গার্ডিয়ান পত্রিকা এমন একজন পড়ে যার এক পাশের বাড়ির লোক গ্রিনটি খায় আরেক পাশের বাড়ির লোক বাঘ পুষেছে। তাহলে এখানে দেখতে হবে কার বাড়ির পাশের লোকের খাওয়া আর অপর পাশের পোষা জানিনা।

লাইনবাই লাইন সাজালে দেখা যাচ্ছে ৩নং বাড়ির ওপরে ২নং বাড়ির খাওয়া জানিনা এবং নিচে ৪নং বাড়ির পোষা জানিনা। আবার ২নং বাড়ির ওপরের খাওয়া জানিনা আর তার নিচে ৩নং বাড়ির পোষা জানিনা। তাহলে যিনি গার্ডিয়ান পড়েন তিনি হয় ২ নং বাড়ি না হয় ৩ নং বাড়ী। দেখা যাক পরে আর কি ক্লু আছে।
ওহ একটা ক্লু মিস করে গেছি , জেজ থাকে লাল বাড়িতে ওপরে বলার পরেও লেখা হয়নি এখন ওপরের সব লেখা আবার ঠীক করা সম্ভব না. তাই এবার লিখলাম

১নং বাড়ি সাদা, থাকে নাইজেল, পড়ে ডেইলি এক্সপ্রেস, পোষে……. , ……. খায়
২নং বাড়ি নীল, ….. থাকে, …. পড়ে, পোষে ঘোড়া, …… খায়
৩নং বাড়ি লাল, জেজ, থাকে, …..পড়ে, পোষে …… , খায় দুধ
৪নং বাড়ি সবুজ, ……. থাকে, ….. পড়ে, পোষে ….., খায় কফি
৫নং বাড়ি সাদা, ……. থাকে, পড়ে টাইমস, পোষে……., খায় বিয়ার।

ওকে আর কোনো ক্লু পেলাম না। এবার তাহলে আলাদা করে দেখি কোন কোন ক্লু বাদ আছে –

লিজ পোষেন খরগোশ

ভ্লাদিমির খান ভদকা

যিনি মোর্নিং স্টার পড়েন তার কাছে সোনালি ঈগল আছে

যে গার্ডিয়ান পত্রিকা পড়েন তার পাশের বাড়ির লোক বাঘ পুষে ও আরেক পাশে গ্রিন টি, যা হতে পারে ২/৩নং বাড়ি।।

ডোনাল্ড পড়েন ডেইলি মেইল

মনে করি ৩নং বাড়ির লোক গার্ডীয়ান পড়ে, তাহলে নিচে নং বাড়ির লোক বাঘ পোষে (কারন ওপরে ৩নং বাড়ির লোক ঘোড়া পোষে জানি)। তাহলে ২নং বাড়ি গ্রিন টি খায়। তাহলে খাওয়া ৪টা বাড়ীর জানা হচ্ছে ১ম বাড়ি বাদে যেখানে নাইজেল থাকে। আবার ভ্লাদিমির খান ভদকা (৩নং ক্লু) সুতরাং ১ বাড়িতে খাওয়া জানা বাকি যেটা ভদকা হলে বাড়ির মালিক হতে হবে ভ্লাদিমির তবে অলরেডি ১ বাড়ীর মালিক নাইজেল। তাহলে হচ্ছেনা। তাহলে ৩নং বাড়ির লোক গার্ডিয়ান পড়েনা।

তাহলে বলা যায় ২নং বাড়ির লোক গার্ডিয়ান পড়ে। তাহলে এর ওপরের বাড়ি ১নং এ গ্রিন টি খায়, কারন নিচে ৩নং বাড়ির খাওয়া আগে থেকে জানি। তাহলে ৩নং বাড়ির পোষা প্রানি বাঘ। তাহলে লাইনগুলো দাড়ায়

১নং বাড়ি সাদা, থাকে নাইজেল, পড়ে ডেইলি এক্সপ্রেস, পোষে……. , গ্রিন টি খায়
২নং বাড়ি নীল, ….. থাকে, গার্ডিয়ান পড়ে, পোষে ঘোড়া, …… খায়
৩নং বাড়ি লাল, জেজ, থাকে, …..পড়ে, পোষে বাঘ , খায় দুধ
৪নং বাড়ি সবুজ, ……. থাকে, ….. পড়ে, পোষে ….., খায় কফি
৫নং বাড়ি সাদা, ……. থাকে, পড়ে টাইমস, পোষে……., খায় বিয়ার।

এরপর এখানে খাওয়া জানিনা খালি ২নং বাড়ির.. আর ক্লু আছে ভ্লাদিমির খান ভদকা। তার মানে ২নং বাড়ির মালিক ভ্লাদিমির খান ভদকা। তাহলে লাইনগুলো –

১নং বাড়ি সাদা, থাকে নাইজেল, পড়ে ডেইলি এক্সপ্রেস, পোষে……. , গ্রিন টি খায়
২নং বাড়ি নীল, ভ্লাদিমির থাকে, গার্ডিয়ান পড়ে, পোষে ঘোড়া, ‍ভদকা খায়
৩নং বাড়ি লাল, জেজ, থাকে, …..পড়ে, পোষে বাঘ , খায় দুধ
৪নং বাড়ি সবুজ, ……. থাকে, ….. পড়ে, পোষে ….., খায় কফি
৫নং বাড়ি সাদা, ……. থাকে, পড়ে টাইমস, পোষে……., খায় বিয়ার।

এখন পোষা জানিনা ২ জনের, ৪ ও৫ । ৪ ও ৫ এর বাড়ির মালিক ও খাওয়া ২ টাই জানিনা। তবে ক্লু জানি লিজ পোষেন খরগোশ। তাহলে ৪ /৫ এর যেকোনো একটাই লিজ হবে। আবার আরেকটি ক্লু আছেন লিজ পোষেন খরগোশ এবং যিনি মোর্নিং স্টার পড়েন তার কাছে সোনালি ঈগল আছে।
আর এখানে পড়া ও পোষা জানিনা শুধু ৪নং এর.. অর্থাৎ ৪ নং বাড়ির মালিক মোর্নিং স্টার পড়েন আর পোষেন সোনালি ঈগল। আর ৫নং বাড়ির মালিক লিজ ও পোষে খরগোশ। তাহলে লাইনগুলো

১নং বাড়ি সাদা, থাকে নাইজেল, পড়ে ডেইলি এক্সপ্রেস, পোষে……. , গ্রিন টি খায়
২নং বাড়ি নীল, ভ্লাদিমির থাকে, গার্ডিয়ান পড়ে, পোষে ঘোড়া, ‍ভদকা খায়
৩নং বাড়ি লাল, জেজ, থাকে, …..পড়ে, পোষে বাঘ , খায় দুধ
৪নং বাড়ি সবুজ, ……. থাকে, Morning Star পড়ে, পোষে ঈগল খায় কফি
৫নং বাড়ি সাদা, লিজ থাকে, পড়ে টাইমস, পোষে খরগোশ খায় বিয়ার।

তাহলে পোষা জানিনা শুধু নাইজেলের ১নং বাড়ির । তাহলে নাইজেল গোল্ড ফিশ পোষেন।

Leave a Comment