WordPress দিয়ে কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করতে হয়? How to create a blog website?

আসসালামু আলাইকুম,

আশা করি সকলেই ভালো আছেন। আমারউইকি থেকে আমি ওয়াহিদ,

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ওয়ার্ডপ্রেস এ একটি সুন্দর এবং রিস্পন্সিভ ব্লগ ওয়েবসাইট তৈরি করার টিউটোরিয়াল নিয়ে। চলুন শুরু করা যাক।

যা যা লাগবেঃ

  • ডোমেইন ( Domain )
  • হোস্টিং ( Hosting )
  • ওয়ার্ডপ্রেস ইন্সটলড

 

আপনারা চিপ প্রাইসে অনেক ভালো কুয়ালিটির ডোমেইন এবং হোস্টিং আমারহোস্টার.কম এ পেয়ে যাবেন। তাই সর্ব প্রথম Amar Hoster থেকে পছন্দ মত একটি ডোমেইন এবং হোস্টিং কিনে নিবেন। আমারহোস্টার এর যেকোনো হোস্টিং এই খুব ভালো ভাবেই ওয়ার্ডপ্রেস সাইট রান করে।

 

ডোমেইন – হোস্টিং কেনার পর আপনার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইন্সটল দিন এবং ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ লগিন করুন।

WordPress Blog website

 

১ম ধাপঃ Theme install

নেভিগেশন মেনু থেকে Appearance এ ক্লিক করুন এবং Themes option এ ক্লিক করুন।

WordPress Blog website

 

এবার Add New তে ক্লিক করুন।

 

এবং থিম সার্চ করা বার এ “Generatepress” লিখে সার্চ করুন। প্রথমেই জেনারেটপ্রেস নামে একটা থিম দেখতে পাবেন ওইটা ইন্সটল করতে হবে আমাদের।

 

থিম টি ইন্সটল করে নিন। ইন্সটল হতে কিছুক্ষন সময় লাগবে।

 

ইন্সটল করা হয়ে গেলে Active লেখা দেখাবে Active লেখায় ক্লিক করুন।

 

দেখবেন Generatepress থিম টি এক্টিভ হয়ে যাবে।

 

১ম ধাপ শেষ। এখন আমাদের একটি প্লাগিন ইন্সটল করতে হবে।

২য় ধাপঃ Plugin install

এই প্লাগিন টি ডাউনলোড করে নিনঃGP Premium By AmarWiki

 

নেভিগেশন বা বাম সাইডের মেনু থেকে Plugins এ ক্লিক করুন এবং Add New এ ক্লিক করুন।

 

Upload Plugin এ ক্লিক করুন –

 

এখন আপনি উপর থেকে যেই প্লাগিন টা ডাউনলোড করছেন তা সিলেক্ট করে Install Now এ ক্লিক করুন।

 

কিছুক্ষন লোড হবে তারপরে নিচের স্ক্রিনশট এর মত পেজ আসবে। সেখানে Activate Plugin এ ক্লিক করুন।

 

প্লাগিন টা এক্টিভ হয়ে যাবে।

ধাপ ২ শেষ।

এবার Configure এ ক্লিক করবেন।

 

এরকম পেজ আসবে।

 

এখানে যে কটি Active Button দেখা যাচ্ছে সব গুলোতে ক্লিক করে এক্টিভ করবেন।

 

 

সবগুলো এক্টিভ করার পরে পেজ টা রিলোড দিন।

 

নিচের মত দেখতে পাবেন। এখান থেকে Site Library তে ক্লিক করুন –

 

এরকম দেখতে পাবেন।

 

স্ক্রল করে একটু নিচে এসে Marketer থিম খুজে বের করুন। এবং তার উপর ক্লিক করুন।

 

এবার Get Started এ ক্লিক করুন।

 

এরকম আসবে। I understand এর বাটন টিতে ক্লিক করুন।

 

এরপর Begin Import এ ক্লিক করুন।

 

কিছুক্ষন ঘুরতে থাকবে। একটু অপেক্ষা করবেন।

 

কিছু সেকেন্ড পর দেখবেন View Site দেখাবে।

 

 

Congratulation! 

আপনার ব্লগ সাইট টি ডিজাইন করা শেষ 😊 !

এখন View Site এ ক্লিক করে আপনার সাইট এ ভিজিট করে দেখুন। আপনার সাইট সম্পূর্ণ তৈরি!

 

 

এখন আপনি চাইলে এই সাইটে খুব সহজেই যে কোন ব্লগ লেখতে পারবেন। এবং ব্লগিং করে Adsense দিয়ে আয় করতে পারবেন।

এছাড়াও আপনি এই সাইট কালো কালার থেকে আপনার পছন্দের যেকোনো কালার এ কাস্টমাইজ করতে পারবেন। 

 

ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Leave a Comment