সিপ্যানেল ওয়েব হোস্টিং এর আপলোড লিমিট কিভাবে বাড়াতে হয় ? How To Increase the Max Upload Size in cPanel®?

আসসালামু আলাইকুম,

আজকের এই পোস্ট এ আমরা দেখবো যে কিভাবে কোন কোডিং ছাড়াই সিপ্যানেল এ খুব সহজেই আপলোড লিমিট বাড়াবেন। চলুন শুরু করি,

প্রথমে আপনার ওয়েব হোস্টিং এর সিপ্যানেল এ লগিন করুন।

how to increse file size upload limit

[ আপনি চাইলে অনেক কম প্রাইসে ভালো মানের ওয়েব হোস্টিং Amar Hoster থেকে কিনতে পারবেন। এবং ওয়েব হোস্টিং এর কনফিগারেশন অনেক ভালো পাবেন। ]

এরপর Select PHP Version খুজে বেড় করুন। আপনি চাইলে সার্চ বারে সার্চ করেও বের করতে পারবেন। 

How to increase file upload limit in cPanel

 

এরপর option লেখাতে ক্লিক করুন।

How to increase file upload limit in cPanel

 

এইরকম পেজ আসবে।

How to increase file upload limit in cPanel

 

একটু স্ক্রল করে নিচে চলে আসুন তাহলে upload_max_filesize লেখা দেখতে পাবেন। 

How to increase file upload limit in cPanel

 

এখানে ডিফল্ট ভাবে 2M বা ২ এম্বি দেওয়া থাকবে। আপনি 2M এর উপর ক্লিক করে এটা বাড়াতে পারবেন। 

How to increase file upload limit in cPanel

 

আপনি মাক্সিমাম ১ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। তবে এর বেশি সাইজের ফাইল ও ডিরেক্ট ফাইল ম্যানেজার এ আপলোড করা সম্ভব। আপনি যেটুকু বাড়াতে চান সেটুকু লিমিট দিয়ে দিন। তাহলেই Success লেখা আসবে এবং আপনার WordPress বা অন্য স্ক্রিপ্ট এ ফাইল আপলোড লিমিট বেড়ে যাবে।

how to increse file size upload limit

 

 

Leave a Comment