আসসালামু আলাইকুম,
আজকের এই পোস্ট এ আমরা দেখবো যে কিভাবে কোন কোডিং ছাড়াই সিপ্যানেল এ খুব সহজেই আপলোড লিমিট বাড়াবেন। চলুন শুরু করি,
প্রথমে আপনার ওয়েব হোস্টিং এর সিপ্যানেল এ লগিন করুন।
[ আপনি চাইলে অনেক কম প্রাইসে ভালো মানের ওয়েব হোস্টিং Amar Hoster থেকে কিনতে পারবেন। এবং ওয়েব হোস্টিং এর কনফিগারেশন অনেক ভালো পাবেন। ]
এরপর Select PHP Version খুজে বেড় করুন। আপনি চাইলে সার্চ বারে সার্চ করেও বের করতে পারবেন।
এরপর option লেখাতে ক্লিক করুন।
এইরকম পেজ আসবে।
একটু স্ক্রল করে নিচে চলে আসুন তাহলে upload_max_filesize লেখা দেখতে পাবেন।
এখানে ডিফল্ট ভাবে 2M বা ২ এম্বি দেওয়া থাকবে। আপনি 2M এর উপর ক্লিক করে এটা বাড়াতে পারবেন।
আপনি মাক্সিমাম ১ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। তবে এর বেশি সাইজের ফাইল ও ডিরেক্ট ফাইল ম্যানেজার এ আপলোড করা সম্ভব। আপনি যেটুকু বাড়াতে চান সেটুকু লিমিট দিয়ে দিন। তাহলেই Success লেখা আসবে এবং আপনার WordPress বা অন্য স্ক্রিপ্ট এ ফাইল আপলোড লিমিট বেড়ে যাবে।