ওয়েব সাইট র‌্যাঙ্কে আসে না কেন? পোষ্ট র‌্যাঙ্ক না হওয়ার কারন।

অনেক ওয়েব সাইট আছে এসইও করার পরেও র‌্যাঙ্কে আসে না। অথবা এমন অনেক ওয়েব সাইট আছে যেইগুলো র‌্যাঙ্কিং এ আসে কিন্তু কিছুদিন পর আবার তার র‌্যাঙ্কিং হারিয়ে যায়। প্রথম অবস্থাতে ১ থেকে ৫ এর মধ্যে তাদের র‌্যাঙ্কিং থাকলেও পরবর্তীতে তাদের সাইটের সেই পোষ্টটি আস্তে আস্তে হারিয়ে যায়।

আজকে ওয়েব সাইট র‌্যাঙ্ক হওয়ার এবং না হওয়ার কারন সমূহ নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক।

Contents

সঠিক ভাবে এসইও করা

প্রথমত, আপনি আপনার সাইটের জন্য এসইও করে থাকেন। অফপেইজ এসইও, অন পেইজ এসইও করে সাইটটিকে র‌্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন একটি সাইট এস.ই.ও করার সময় কোন ভুল করে না বসেন।

আর এস,ই,ও হলো লং টাইম প্রোসেস। আপনি হয়তো ইউটিউব ভিডিও দেখে অথবা বিভিন্ন স্বল্প সময়ের কোর্স দেখে এস,ই,ও শিখেছেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে এস,ই,ও দুই-তিন মিনিট কিংবা দুই-তিন মাস এর কাজ না। আপনাকে নিয়মিত কাজ করতে হবে এস,ই,ও এর উপর যদি আপনি আপনার সাইটটিকে র‌্যাঙ্কিংয়ে আনতে চান।

নোটঃ নিয়মিত সাইটকে এস,ই,ও করতে হবে। এস,ই,ও একটি লং টাইম প্রসেস।

যদি আপনি ব্ল্যাক হ্যাট এস,ই,ও করে থাকেন তাহলে আপনার সাইট হয়তো কিছু সময়ের জন্য র‌্যাঙ্কে আসবে কিন্তু পরবর্তীতে আপনার সাইট র‌্যাঙ্কিংয়ে আসবে না বরং র‌্যাঙ্কিং হারিয়ে ফেলবে।

নোটঃ ব্ল্যাক হ্যাট এস.ই.ও পরিহার করুন।

এস,ই,ও এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ

সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করা

সঠিক ভাবে কিওয়ার্ড রিসার্স করে নিলে আপনার পোষ্টটি গুগলে অনেক সহজেই র‌্যাঙ্ক করবে। মূলত গুগলে র‌্যাঙ্ক করার ক্ষেত্রে কিওয়ার্ড অনেক গুরুত্ব বহন করে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তাহলে এখানেক্লিক করে জেনে নিতে পারেন।

কিওয়ার্ড রিসার্চ কী এবং কেন প্রয়োজন? বিভিন্ন কি-ওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে জানুন (২০২৩)

ওয়েব সাইটের কোয়ালিটি ভালো করার চেষ্টা করা

ওয়েব সাইটের কোয়ালিটি ভালো হতে হবে। অর্থাৎ আপনার ওয়েব সাইটটির ডিজাইন, লোগো, মেন্যু, সাইডবার এবং এডসেন্স এর এ্যাড ইত্যাদি যেন ‍খুব ভালো ভাবে শো করে। দেখতে যেন একদম ফ্রেশ মনে হয়। অনেক ওয়েব সাইট আছে যার ডিজাইন করা অনেক দেখতেও ভালো লাগে কিন্তু লোডিং টাইম অনেক। আবার অনেক ওয়েবসাইট এর তো কোয়ালিটির যা তা অবস্থা। বিশেষ করে নতুনব্লগাররা এমন করে থাকেন। গুগল যখন ওয়েব সাইটের অবস্থা এমন দেখে তখন র‌্যাঙ্কে থাকা সত্ত্বেও এই সমস্ত পোষ্ট গুগল র‌্যাঙ্কিং এ পেছনে ফেলে দেয়।

ডিভাইস ফ্রেন্ডলি থিম ব্যাবহার করা

অনেক সময় ব্লগিংয়ে এ আমরা এমন ধরনের থিম ব্যাবহার করে থাকি যার ডিজাইন মোবাইলে ঠিক দেখায় কিন্তু ডেস্কটপে দেখতে গিয়ে উল্টা পাল্টা হয়ে যায়। আবার ডেস্কটপে দেখতে ঠিক লাগে কিন্তু মোবাইলে দেখতে অন্যরকম লাগে বা ডিজাইন নষ্ট হয়ে যায়। এটা হয় ডিভাইস ফ্রেন্ডলি থিম ব্যবহার না করার জন্য। এই সমস্যার সমাধান ফ্রি কোন থিম এ পাবেন না। এর জন্য আপনাকে একটি প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি কোন ভালো ডেভেলপার দিয়ে আপনার ওয়েবসাইটের জন্য একটি রেসপন্সিভ থিম/ট্যাম্পেলেট বানিয়ে নেন।

ইন্টার্নাল লিঙ্ক ব্যাবহার করা

ইন্টারনাল লিঙ্ক অন পেজ এস.ই.ও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে আপনার সাইটের ভিসিটর আপনার সাইটে অনেক্ষন ধরে থাকবে। আপনার একটি আর্টিকেল যদি তার ভালো লাগে তাহলে সে আরও আর্টিকেল দেখতে থাকবে। আর আপনার আর্টিকেল যেই সম্পর্কীত হবে সেই সম্পর্কীত আরও কিছু লিঙ্ক আপনি আপনার ঐ পোষ্টের মধ্যে দিয়ে দিবেন। এতে করে আপনার সাইটের কোয়ালিটিও অনেকটা ভালো হবে এবং আপনার অন পেজ এস.ই.ও তে প্রভাব ফেলবে।

কম্পিটিটরের পোষ্টের দিকে খেয়াল রাখা।

উপরিক্ত বিষয়গুলো বিবেচনা করার পরে আপনার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার কম্পিটিটরদের পোষ্টগুলোর উপর। তারা যেই ভাবে পোষ্ট করেছে তাদের পোষ্টে যেই উপকরণ গুলো আছে সেইগুলো আপনার সাইটেও দেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনি আপনার কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতে পারবেন।

কন্টেন্ট কোয়ালিটি ভালো না হওয়া

দ্বিতিয়ত, র‌্যাঙ্কিংয়ের জন্য যেই কারনটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সেটি হলো সাইটের কন্টেন্ট কোয়ালিটি। ধরুন এস,ই,ও করার ফলে কেউ আপনার সাইট ভিসিট করলো এবং কিছু পোষ্ট সে দেখলো। আপনার সাইটের এস,ই,ও ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, আর্টিকেলও ঠিক আছে।

কিন্তু আপনার সাইটের পোষ্টের কোয়ালিটি নেই। শুধু বড় আর্টিকেল লিখলেই তার কোয়ালিটি ভালো হবে এমনটি নয়। আবার আপনার পোষ্টে ইনফরমেটিভ কোন কিছু না থাকাও র‌্যাঙ্ক না হওয়ার কারন। ধরুন আপনার সাইটের আর্টিকেল বড় এমন কোন ইনফরমেশন নেই যা দিয়ে সত্যিই মানুষ উপকৃত হতে পারে। আর এমন সাইট র‌্যাঙ্ক হয়না। হলেও কিছুদিনের মধ্যে তা নিচে চলে আসে। মানুষ এখন বড় বড় আর্টিকেল চাই না। তারা চাই তাদের কাঙ্খিত তথ্যসমূহ। কিন্তু সেই তথ্য গুলো যখন আপনার সাইটে পাবে না তখন তারা আপনার অন্য আর্টিকেল তো দূরে থাক ঐ আর্টিকেল থেকেই বের হয়ে যাবে।

নোটঃ ব্লগের পোষ্ট গুলোতে কাঙ্খিত ইনফরমেশন রাখতে হবে।

আপনার সাইটে কোন ইনফরমেশন নেই । সে যা চাইছে তা বুঝতে পারছে না এই বিষয়গুলো আপনার র‌্যাঙ্কিং না হওয়ার কারন। গুগলের রোবট যখন আপনার পেজ ভিউ করে এমন কোন বিষয় লক্ষ্য করে তখন আপনার পোষ্টের র‌্যাঙ্ক নষ্ট হয়ে যায়।

গুগল আরো একটি প্রক্রিয়ায় এই কাজ টি করে থাকে। আপনার সাইটের বাউন্স রেট দেখে এবং এভারেজ ভিসিট দেখে। যদি বাউন্স রেট বেশি হয় তখন গুগল বুঝে যায় আপনার সাইটের কোয়ালিটি কেমন। তবে যাদের সাইটে ভিসিটর প্রচুর তাদের ক্ষেত্রে কথা আলাদা। তাদের বাউন্সরেট এমনিতেই বেশি থাকে।

এই বিষয়গুলো এনালাইস করার জন্য গুগল এনালাইটিক্স ব্যাবহার করতে পারেন।

অনেক সময় গুগল এ্যাডসেন্স এ লো ভেল্যু কোয়ালিটি কন্টেন্ট এর জন্য মেসেজ দিয়ে থাকে। এর মানে হলো গুগলের কাছে আপনার কন্টেন্ট এর কোন ভেল্যু নেই। আর তাই আপনাকে গুগল এডসেন্স দেওয়া হয় না।

কন্টেন্টের চেয়ে ইনকামের দিকে নজর দেওয়া

এই পয়েন্টে এসে সবাই ভাবতে পারেন এ আবার কেমন কথা? আর্টিকেল তো আমরা ইনকামের জন্যেই লিখছি। কিন্তু সত্যিটা হলো আপনি যদি শুধু ইনকামের জন্য আর্টিকেল লিখে থাকেন তাহলে কাজের প্রতি কখনোই আপনার মনোযোগ থাকবে না।

অনেকে চেষ্টা করেন বেশি বেশি আর্টিকেল লিখে সাইটে ভিসিটর আনার জন্য। কিন্তু এমন করে লাভ হবে কি? ভিসিটর যদিও আসলো তার কাঙ্খিত তথ্য না পেয়ে চলে গেল সেখানে আপনার ইনকাম হলেও ব্লগের কোন স্বার্থকতা থাকে না।

আপনার যদি লিখালিখি করার আগ্রহ থাকে তাহলেই আপনি ব্লগিং শুরু করতে পারেন। ব্লগিং করে আপনি যেই বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো মানুষকে জানাতে শুরু করুন। কঠোর পরিশ্রম করুন একসময়ে আপনার সাইট অবশ্যই ভালো পজিশনে চলে আসবে ইনশাআল্লাহ।

এমনভাবে ব্লগিং করতে থাকলে একসময় ইনকামের দিকটা নিয়েও আপনাকে ভাবা লাগবে না। আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ।

শেষ কথা

যেইসব কারনে ওয়েব সাইট র‌্যাঙ্কে আসে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি উক্ত কাজগুলো সঠিকভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়েব সাইট র‌্যাঙ্ক এ আসতে শুরু করবে। ওয়েবসাইট র‌্যাঙ্কে আনার জন্য উক্ত কাজগুলো সঠিকভাবে সম্পাদন করুন এবং ব্লগসাইট সম্পর্কে অন্য কোন তথ্য জানতে চাইলে এই ব্লগে খুঁজে দেখুন এবং কোন বিষয়ের উপর আর্টিকেল পড়তে চাইলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Leave a Comment