WHMCS এ ResellerBangladesh এর ডোমেইন রিসেলার সেটআপ করবেন যেভাবে।

আসসালামু আলাইকুম,

আশা করি সকলে ভালো আছেন।

আজকে আমরা দেখবো যে কিভাবে ResellerBangladesh.com এর ডোমেইন রিসেলার আপনার WHMCS এ সেটআপ করবেন। এই আর্টিকেল টা ভালোভাবে পরে নিয়ম অনুযায়ী সব কিছু করতে পারলে আপনারা খুব সহজেই আপনার ওয়েব হোস্টিং ওয়েবসাইটে ডোমেইন সেল করতে পারবেন। এবং ভালো একটা প্রফিট আয় করতে পারবেন। 

যারা জানেন না রিসেলার বাংলাদেশ কি তাদের জন্য সংক্ষেপে বলি,

রিসেলার বাংলাদেশ হলো বাংলাদেশি একটি ডোমেইন রিসেলার সার্ভিস। আপনি ডোমেইন রিসেলার সার্ভিস ব্যবহার করে নিজের ওয়েবসাইট এ ডোমেইন সেল করতে পারবেন। যেমন টা অন্যান্য ওয়েব হোস্টিং প্রভাইডাররা করে ঠিক সেইরকম। এর মাধ্যমে বায়ার আপনার ওয়েবসাইট এ এসে পছন্দের ডোমেইন সার্চ করে কিনতে পারবে। আপনি ResellerBangladesh এর লাইভ চ্যাট থেকে বিস্তারিত আরও ভালো করে জেনে নিতে পারেন।

মেইন টপিক এ আসা যাক,

ResellerBangladesh বা RB এর ডোমেইন রিসেলার সেট করতে আপনাকে প্রথম এ RB এর ডোমেইন রিসেলার মডিউল টা ডাউনলোড করতে হবে। আপনি RB তে লগিন করে সেটা ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে প্রথম এ rb তে লগিন করুন।

resellerbangladesh

resellerbangladesh

 

এরপর ক্লায়েন্ট এরিয়া থেকে Support এ ক্লিক করুন।

রিসেলার বাংলাদেশ

 

এরপর ডাউনলোড এ ক্লিক করুন। 

Module Downloads

 

প্রথম মডিউল টা ডাউনলোড করুন। 

 

 

ডাউনলোড করা হয়ে গেলে RB1WHMCS.zip এরকম নামে মডিউল টা পেয়ে যাবেন।

 

এরপর আপনার ওয়েবসাইট এর সিপ্যানেলে লগিন করুন। অবশ্যই আপনার WHMCS ইন্সটল করা থাকতে হবে।

সিপ্যানেলে লগিন করার পর ফাইল ম্যানেজার এ চলে আসুন। 

 

 

ফাইল ম্যানেজার এ আসার পর আপনি যেখানে WHMCS ইন্সটল দিয়েছিলেন সেখানে চলে যান। আমি আমার সাইটে panel.exenet.xyz এ WHMCS ইন্সটল দিয়েছি । তাই আমি সেখানে চলে যাই।

WHMCS installation directory তে গিয়ে Modules এ যান। 

এরপর Registrars এ

রেজিস্ট্রার এ আসার পর এইরকম দেখাবে। 

 

এখন এখানে আমাদের ডাউনলোড করা RB1WHMCS ফাঈল টা আপলোড দিতে হবে। আপলোড দিতে Upload এ ক্লিক করুন । 

Select File – এ ক্লিক করে RB1WHMCS.zip টা আপলোড করে দিন। 

 

আপলোড হয়ে গেলে এরকম সবুজ আসবে। আপনি ব্যাক করবেন। 

তারপর আপলোড হওয়া ফাইল Extract এ ক্লিক করে এক্সট্র্যাক্ট করুন।

 

Contents

এরপর মডিউলস (Modules) নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। ওটার ভেতরে যাবেন। 
 

Registrars নামে আরেকটা ফোল্ডার পাবেন। এটার ভেতর ঢুকুন। 

 

Registrar এ ঢোকার পর RB1WHCS নামে ফোল্ডার পাবেন। এইটাই আমাদের মুল ফোল্ডার। এটাকে সিলেক্ট করে Move এ ক্লিক করুন।

 

 এরকম আসবে। 

 

আপনি শেষের ২ টা লেখা কেটে দিন। অর্থাৎ modules/registrars এই লেখা কেটে দিয়ে Move Files এ ক্লিক করুন। 

এইরকম – 

আমাদের WHMCS এ ডোমেইন রিসেলার অ্যাড করা শেষ! এখন Registrar এর ভেতর থাকা Modules ফাইল টা ডিলিট করে দিন। 

 

আমাদের এই ধাপ শেষ।

আপনার কাছে এই আপলোড পদ্ধতি জটিল মনে হলে আপনি আপনার পিসি বা ফোনে RB1WHMCS টা ডাউনলোড করে সেটাকে Extract করে panel.yoursite.com/modules/register এখানে সরাসরি ResellerBangladesh ফোল্ডার টা আপলোড দিলেও হবে। 

 

আমাদের মডিউলস আপলোড দেওয়া শেষ। এখন WHMCS এর সেটিং থেকে RB Domain Reseller একটিভ করলেই হয়ে যাবে। এর জন্য আপনার WHMCS Dashboard এ লগিন করুন।

এরপর সেটিং নেভিগেশন মেনু তে ক্লিক করুন – 

 

Apps And Integration এ ক্লিক করুন ।

 

Domains এ ক্লিক করুন । 

 

এরকম পেজ আসবে। 

 

একটু স্ক্রল ডাউন করলে RB1WHMCS নামে ডোমেইন রিসেলার টা পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে একটিভ করুন। 

 

একটিভ করার পর ওখানে Api username , API Key ইত্যাদি চাইবে। 

API Username এ আপনার ResellerBangladesh এ সাইন আপ করার সময় যে ইমেইল টি দিয়েছিলেন সেটা দিবেন। 

API Key পেতে ResellerBangladesh এ লগিন করুন। এবং Domain Reseller এ ক্লিক করুন।

এরপর সেটিং এ ক্লিক করুন।

একটু স্ক্রল করলেই API Key দেখতে পাবেন।

এই API Key কারও সাথে শেয়ার করবেন না!

পাশের ক্লিপ বোর্ড আইকন এ ক্লিক করে API KEY কপি করে নিন।

 

 

এবং WHMCS এ এসে ওখানে API Username এবং API Key দিন।

 

সব কিছু কমপ্লিট। এখন আপনি আপনার client area থেকে যেকোনো ডোমেইন রেজিস্টার করতে পারবেন। (যদি রিসেলার বাংলাদেশ এ সেইরকম ব্যালেন্স থাকে)

আরেকটা কথা,

আপনার এইটুকু করলেই হবে না, বরং WHMCS Admin area থেকে আপনাকে ডোমেইন এর দাম গুলো কনফিগার করে নিতে হবে। ডোমেইন এর প্রাইস সেট না করলে কিন্তু ডোমেইন রেজিস্টার এর সময় –  Domains must begin with a letter or a number and be between and characters in length

এই লেখা দেখাবে। তাই অবশ্যই ডোমেইন রেজিস্টার করার আগে WHMCS থেকে আপনার পছন্দ মত ডোমেইন এর প্রাইস সেট করে নিবেন।

Leave a Comment