WHMCS কি? What is WHMCS?

অনেকের মনেই মাঝে মধ্যে এই প্রশ্ন টা চলে আসে। হোস্টিং এর ক্ষেত্রে যারা নতুন, অথবা যারা হোস্টিং শুধুমাত্র নিজের একটি ব্লগ সাইট অথবা পোর্টোফোলিও সাইট তৈরি করে তাদের সাধারণত এই WHMCS টা লাগে না। কারণ whmcs ছাড়াই তাদের সাইট খুব ভালো ভাবেই চলতে থাকে। তাই whmcs নিয়ে তাদের প্রশ্ন থাকলেও তারা এই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে অতটা রিসার্চ করে না। 

 

WHMCS আসলে কি? What is WHMCS?

WHMCS ( web hosting management complete solution ) হলো এমন একটি সিস্টেম যেটার মাধ্যমে কোনো business Website এর ক্লায়েন্ট কে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ( Client management ), ক্লায়েন্ট এর সাপোর্ট ( client support ) দেওয়া এবং বিলিং ( biling ) এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি ব্যবসায়ীক ওয়েবসাইটে কিছু কিনতে আসে তখন তার যাবতীয় কিছু প্রয়োজন অটোমেটিক ভাবে হয়ে যায়;  যেমন ইনভয়েস তৈরি, বিলিং পয়েন্ট ইত্যাদি তৈরি হয়ে যায়। ফলে তার সময় এবং business Website এর Owner এর সময় অনেকটাই বেচে যায়।

 

WHMCS বেশিরভাগ ওয়েব হোস্টিং ওয়েবসাইট গুলোতে ব্যবহার করা হয়। শুধুমাত্র বিজনেস ক্যাটাগরিতেই WHMCS বেশি ব্যবহার করা হয়। অন্যান্য টাইপের সাইটে WHMCS ব্যবহার সাধারণত করা হয় না। WHMCS বতর্মানে ক্লায়েন্ট দের ম্যানেজিং, বিলিং ইত্যাদি অটোমেটিক ভাবে সম্পন্ন করে দেওয়ায় অন্যতম। ওয়েব হোস্টিং ওয়েবসাইটে WHMCS ( web hosting management complete solution ) এর কিছু ফিচার হলো –

  • ক্লায়েন্ট ম্যানেজমেন্ট।
  • বিলিং সিস্টেম।
  • ক্লায়েন্ট সাপোর্ট সিস্টেম।
  • ডোমেইন রেজিঃ সুবিধা।
  • অটোমেটিক ইনভয়েস
  • অটো বিলিং রিমাইন্ডিং সিস্টেম।
  • সার্ভিস অর্ডার।

এসকল ফিচার সহ আরো অনেক ফিচার WHMCS এ রয়েছে। WHMCS এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এর সকল ফিচার দেখে নিতে পারেন। WHMCS এর অফিশিয়াল ওয়েবসাইট লিংক – https://ww.whmcs.com/

আপনার বিজনেসে কিভাবে WHMCS ব্যবহার করবেন?

আপনার নিজস্ব কোনো ব্যবসার জন্য ওয়েবসাইট থাকলে আপনি WHMCS এর লিগ্যাল কিছু প্রোভাইডার এর কাছে থেকে WHMCS ( web hosting management complete solution ) নিতে পারেন। অথবা WHMCS এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও কিনে নিতে পারবেন। বলে রাখা ভালো WHMCS ব্যবহার করা অনেক ব্যয়বহুল ব্যাপার।

———————————————————-

আপনি চাইলে আমাদের —-> https://amarhoster.com/ এর থেকেও WHMCS LISENCE কিনে নিতে পারবেন। এবং লাইফটাইম সাপোর্ট পাবেন। সরাসরি আমাদের কাছে থেকে নিলে অনেক স্বল্প খরচেই পেয়ে যাবেন। WHMCS এর ওয়েবসাইট থেকে নিলে একটু বেশি দাম পড়বে।

————————————————————-

অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনার জন্য যা যা করতে হবে –

প্রথমে ওদের ওয়েবসাইটে ভিজিট করুন।

তারপর Pricing লেখায় click করুন।

যেকোনো একটি প্যাকেজ নির্বাচন করুন।

তারপর আপনার যে সকল Addons বা জিনিস পত্র দরকার সেগুলো একটু মনোযোগ সহকারে বুঝে Add করে নিন। এবং Checkout Button এ Click করুন।

আপনি যদি আগে থেকেই whmcs এ রেজিঃ করে থাকেন তাহলে নতুন করে অ্যাকাউন্ট না খুলে Already Registered? লেখায় click করুন। আর অ্যাকাউন্ট না থাকলে নিচে একটু scroll down করে যাবতীয় ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ করে নিবেন।

 

তারপর আরেকটু নিচে Scroll করলে পেমেন্ট করার অপশন পাবেন আপনি পেপাল অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। যেহেতু পেপাল বাংলাদেশে এভেইলেবল না এবং বাংলাদেশ থেকে খোলা কঠিন তাই Credit card যেমন – Mastercard বা Visa কার্ড দিয়ে পেমেন্ট করাটাই সবচেয়ে ভালো এবং নিরাপদ হবে। অথবা আপনার একটি ফুল ভেরিফাইড পেপাল থাকলে সেই পেপাল অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই।

 

Leave a Comment