Windows হলো আমাদের সুপরিচিত সেই অপারেটিং সিস্টেম যা আমরা ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি। এবং আমরা আসলেই এই অপারেটিং এর সাথে অভ্যস্ত। তবে এমন অনেকেই আছে যারা ম্যাকিন্তোস ( এপেল এর কম্পিউটার / ল্যাপটপ এর অপারেটিং সিস্টেম) ও কিন্তু বহুল ব্যবহৃত। এমন অনেকেই আছেন যারা সব সময় ম্যাকবুক বা ম্যাক ও. এস ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে ম্যাক ও.এস ই সেরা। তবে আজকে আমি প্রাক্টিক্যাল কিছু এক্সাম্পল এবং করান দেখাবো যাতে আপনারা বুঝতে পারবেন কেন Windows ম্যাক থেকে বেটার।
Contents
Easy to use
সবার আগে যেটা না বললেই নয় সেটা হলো Windows, MAC os একে অনেক বেশী সহজ ব্যবহার করা। এমন না যে ম্যাক অনেক ডিফিকাল্ট কিছু, তবে বর্তমানে Windows এর ইউজার ই কিন্তু বেশি।
Windows প্রায় ৮০% ব্যবহার হচ্ছে বাংলাদেশে যেখানে ম্যাক মাত্র ২.৫২% ব্যবহার হচ্ছে।
একটা প্রাক্টিক্যাল ব্যাপার দেখুন, যখন আমি ভিডিও এডিটিং শিখলাম তখন আমি Windows এ প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করতাম। বেশ কিছু কি-বোর্ড শর্টকাট ও আমার শেখা ছিল। তবে যখন আমি ম্যাক এ গেলাম তখন ম্যাক এ Ctrl বা Alt কি ই নাই। তখন আমার অনেক প্রসেস ই নতুন করে শেখা লাগছিল।
তাছাড়াও যদি আমার windows Laptop/Desktop এ কোনো সমস্যা হয় তাহলে তা সল্ভ করার জন্য অনেক বড় কমিউনিটি আছে, বা আমার আশে পাশে অনেক দোকান আছে যারা অনেক ভালোভাবেই তা ঠিক করতে পারবে। তবে ম্যাক এর ক্ষেত্রে তা অনেক কম ই দেখা যায়। কারন বড় বড় শহর ছাড়া থানা/উপজেলা অঞ্চলে কোনো দোকান ই নেই যেখান থেকে আমি ম্যাকবুক/ আইম্যাক ঠিক করাতে পারব।
Price
আরেকটি কারন যেখানে Windows ম্যাক থেকে বেটার সেটা হলো windows এর জন্য খুব বেশি টাকার প্রয়োজন নেই। একজন সাধারন স্টুডেন্ট এর অনলাইনে ক্লাস করার জন্য বা ব্রাউজিং এর জন্য ২৫/৩০ হাজারের মধ্যেই অনেক ভালো ভালো অপশন পাওয়া যাবে।
তবে ম্যাক এর ক্ষেত্রে সব থেকে কম যে অপশন আছে তা হলো ম্যাকমিনি যা ৬২০০০ এর ওপরে। বাংলাদেশে তা আরো বেশি। যা Windows এর থেকে প্রায় ৩ গুন বেশী। তার পাশাপাশি মনিটর কীবোর্ড তো আলাদা খরচ।
Gaming
গেমিং এর ক্ষেত্রে Windows এর কোনো বিকল্প ই নেই বলা যায়। যখন নতুন কোনো গেম বের হয় তখন সবার আগে তা WIndows এ যখন অনেক বেশী পরিমানে জনপ্রিয়তা পায় তারপর তা MAC এর জন্য পাবলিশ করা হয়। এমনক ই এমন অনেক গেম ই আছে যা অনেক জনপ্রিয়, রিলিজ হওয়ার ১০বছরের বেশি হয়ে গেছে এখন ও ম্যাক এটা নিয়ে ভাবেই নি। যেমন-
গেমিং এর জন্য Windows এর কোনো বিকল্প ই নেই।
Upgradability
আপনি যখন কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেন তখন আপনি এটা কম হলেও ৪/৫ বছর ব্যবহার করবেন। বেশীরভাগ ক্ষেত্রে এটা ৯-১০ বছর তো যায় ই। এমন কি কোনো কোনো ক্ষেত্রে তা আর ও বেশি ব্যবহার করার দরকার পড়ে। সেক্ষেত্রে আপগ্রেড করার দরকার তো আছেই। যার সুযোগ Windows এ অনেক থাকলেও Mac এ একদম ই নেই বললেই চলে।
সোজা কথা একটা কম্পিউটার ব্যবহার করতে থাকলে কিছুদিন পর এমন হতে পারে আমার আরো পারফম্যামেন্স দরকার বা যে কাজে কম্পিউটার ব্যবহার করছিলাম তার কাজ বাড়ছে বা এমন অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে যদি ডেস্কটপ হয় আমাার আপগ্রেড করার অনেক সুযোগ আছে। জাস্ট নতুন একটা কম্পোনেন্ট নিব এবং তা পরে পাল্টিয়ে নিব সিম্পেল।
তবে ম্যাকবুক খোলার জন্যই এমন সব স্ক্রু্ লাগে যা হয়তো আমদের এখানে পাওয়ায় যায় না । তাছাড়াও ওপেন করার পর Windows ল্যাপটপ / কম্পিউটারে খুললেই যেমন নিজে থেকেই কিছু জিনিস বোঝা যায় কোনটা কি , এইটা র্যাম, এইটা হার্ড ডিস্ক … ম্যাক এ আপগ্রেড তো পরের কথা বুঝতেই সময় লাগবে কোনটা কি। আর মেইন কথা, কোনোটাই আপগ্রেড করা যাবেনা। পুরোনো কিছু Imac আপগ্রেড করা যায় তবে তা শূধু র্যাম, আর কিছুই না।
Ports
আপনি যেকোনো একটি Windows ল্যাপটপ/কম্পিউটার তুলে দেখুন পোর্ট এর কোনো অভাব পাবেন না। USB C port, thunderbolt, HDMI port, Ethernet Port অনেক আছে। আপনি চাইলেই যেকোনো এক্সটার্নাল কিছু প্লাগিন করতে পারবেন। তবে ম্যাক এ লেটেস্ট যে ল্যাপটপ আছে তাতে কোনো USB A port ই নেই। জাস্ট ২/৩ টা C port আছে। তো সোজা কথা আপনি কোনো মাউস / কিবোর্ড এক্সটার্নাল ব্যবহার ই করতে পারবেন না যদি তা Type A এর হয়।
Features
ফিচার এর কথায় Windows ম্যাক এর তুলনায় অনেক এগিয়ে । এক্সাম্পল আমি যদি কোনো ফাইল কপি করতে চায় আমার ল্যাপটপ থেকে একটি পেন ড্রাইভে তো আমি সিম্পলি কপি করে দেব, এবং চাইলে পজ করে পেন ড্রাইভ খুলে আরেকটা পোর্ট এ লাগিয়ে আবার কন্টিনিউ করতে পারব। কারন হতে পারে আমার আগের পোর্ট টি স্লো ছিল।
তবে ম্যাক এ এমন পজ এর অপশন ই নেই। তাছাড়াও এমন হাজারো ফিচার আছে যা আমাদের ডেইলি লাইফে অনেক দরকার বাট ম্যাক এ তা নেই ই। তো ফিচার এর দিক থেকে Windows অনেক এগিয়ে, অনেক।
Taskbar
Windows এর টাস্কবার নিয়ে অনেক বার অনেক বড় বড় ব্লগে লেখা হয়েছে যে এটা ইউজারে পছন্দ না, ভালোনা আরো কত কি। তারপরেও এটা ম্যক এর থেকে অনেক বেটার। যেমন আমি যদি টাস্কবারে মাউস এ কোনো এপের ওপর হভার করি আমি একটি ছোট প্রিভিউ দেখতে পারব।
তাছাড়াও অনেক অপশন আছে টাস্কবার কাস্টমাইজ করার।
এদিকে ম্যাক এ আমি যদি Dock এ হভার করি কিছুই হবেনা। আর কাস্টমাইজ তো দুরের কথা। তাছাড়াও আমি Windows এ অনেক গুলো সফটওয়্যার এক সাথে বিভিন্ন Window তে ব্যবহার করতে পারব নিচের মতো।
Extra
Windows ল্যাপটপে আমি চাইলেই অন্য কোনো অপারেটিং সিস্টেমে সুইচ করে যেতে পারব। তবে আমি ম্যাক এ তা পারবনা। এমন কি WIindows এর জন্য অনেক সফটওয়্যার আছে ম্যাক এ অতো নেই। ম্যাকবুক এ তো ম্যক ও.এস ছাড়া আর কোনো OS ব্যবহার ই করা সম্ভব না।
Conclusion
পরিশেষে এটাই বলতে চায় এই আর্টিকেলে আমি জাস্ট এটা দেখিয়েছি যা কেন Windows ম্যাকের থেকে বেটার। এমন অনেক দিক ও আছে যেকানে ম্যক Windows থেকে বেটার । তবে দৈনন্দিন কাজের জন্য Windows অনেক বেটার এবং গেমিং এ তো এর কোনো বিকল্প ই নেই। আবার প্রফেশনাল কাজের জন্য ম্যাক বেটার। পারফম্যান্স ম্যাক এ বেশি ভালো পাওয়া যায়। আরো অনেক দিক ই আছে।