ডোমেইন হোস্টিং বিজনেস কি । কিভাবে ডোমেইন হোস্টিং বিজনেস শুরু করবো

আপনি কি ডোমেইন হোস্টিং বিজনেস করতে চান? বা হোস্টিং বিজনেস নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ লেখাটি পড়ুন।

বর্তমান সময়ে ওয়েবসাইট হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। পারসোনাল থেকে শুরু করে সকল ছোট বড় প্রতিষ্টান এখন নিজেদের নামে ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইট এর মাধ্যমে নিজেদেরকে ইন্টারনেট জগৎে সবার কাছে পরিচিত করা যায়।

আমরা হয়তো সবাই জানি ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয়।

আসুন প্রথমে জেনে নিই ডোমেইন হোস্টিং নিয়ে সংক্ষেপে কথা বলে নিই।

কিভাবে ডোমেইন হোস্টিং বিজনেস শুরু করবো

Contents

ডোমেইন হোস্টিং কি

 

আপনি এখন যেখানে আমার লেখাটি পড়ছেন সেই ওয়েবসাইট টি হলো amarwiki.com

এই ওয়েবসাইট টি তৈরি করে একটি ডোমেইন এবং হোস্টিং কেনা হয়েছিলো। এই ওয়েবসাইট এর নাম বা amarwiki.com হলো এর ঠিকানা বা ডোমেইন নাম।

আর এই ওয়েবসাইট এর সকল লেখা, ছবি, ভিডিও যেখানে রাখা হয়ছে সেটা হলো হোস্টিং।

ডোমেইন হোস্টিং বিজনেস কি

কোনো একটি কম্পানি থেকে বেশি পরিমাণে হোস্টিং বা সার্ভার কিনে সেগুলো অন্যদের কাছে বিক্রি করাকে তাকে হোস্টিং বিজনেস বলা হয়। হোস্টিং বিজনেস এ আগে থেকে হোস্টিং কিনে রাখতে হয় তাবে ডোমেইন বিজনেস এ আগে থেকে ডোমেইন কিনে রাখতে হয় না।

 

ডোমেইন হোস্টিং বিজনেস এ কি কি লাগে

 

ডোমেইন হোস্টিং বিজনেস করতে আপনাকে কোন একটি কম্পানি থেকে রিসেলার হোস্টি বা VPS / Dedicated সার্ভার কিনতে হবে ( আমি সাজেস্ট করবো প্রথম অবস্থায় রিসেলার হিসেবে কাজ করার)। তারপর আপনার কোন একটি কম্পানি থেকে ডোমেইন রিসেলার নিতে পারবেন।

আমরা যেহেতু বাংলাদেশি তাই পেমেন্ট ঝামেলার জন্য বিদেশি কম্পানি থেকে এসব কেনা অনেক কষ্টকর তাই আপনি চাইলে বাংলাদেশি কম্পানি থেকেই এসব নিয়েয়ে বিজনেস করতে পারবেন।

বাংলাদেশে অনেক ভালো ভালো কম্পানি আছে তবে আপনি চাইলে AmarHoster থেকে স্বল্পমূল্যে হোস্টিং রিসেলার / VPS সার্ভার নিতে পারবেন এবং একদম বিনামূল্যে ডোমেইন রিসেলার নিতে পারবেন।

এছাড়া আপনার একটি বিলিং সফটওয়্যার WHMCS এর লাইসেন্স এবং পেমেন্ট গেটওয়ে নিতে হবে। আপনি চাইলে আমারহোস্টার থেকেই নিতে পারবেন এগুলা।

 

কিভাবে ডোমেইন হোস্টিং বিজনেস শুরু করবো

 

প্রথমেই আপনি AmarHoster এ গিয়ে একটা অ্যাকাউন্ট করে নিন। তারপর সেখান থেকে আপনার বাজেট অনুযায়ী একটি রিসেলার হোস্টিং প্যাকেজ নিয়ে নিন।

তারপর আপনি ফ্রিতেই একটি ডোমেইন রিসেলার নিয়ে নিন।

আপনার একটি WHMCS এর লাইসেন্স প্রয়োজন হবে। WHMCS সেটআপ দেওয়ার পর তাতে হোস্টিং সার্ভার এবং ডোমেইন রিসেলার সেটআপ করতে হবে।

পড়ে আসুনঃ

WHMCS এ ResellerBangladesh এর ডোমেইন রিসেলার সেটআপ করবেন যেভাবে।

গ্রাহকদের থেকে পেমেন্ট নেওয়ার জন্য একটি পেমেন্ট গেটওয়ে নিয়ে সেটআপ করতে হবে। উদ্দোক্তা পে থেকে নিতে পারেন এটা।

এরপর আপনি যদি পারেন তাহলে নিজে অথবা কাউকে দিয়ে আপনার ওয়েবসাইট টি ভালো করে ডিজাইন করতে হবে।

ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনার কাজ হলো শুধু মার্কেটিং করা। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে কাজের জন্য লোক নিতে পারেন বা আপনি নিজে কাজ করতে পারেন।

 

 

কিছু প্রশ্নোত্তরঃ

ডোমেইন হোস্টিং বিজনেস করে কত টাকা আয় হবে?

=একটা বিজনেস থেকে কত টাকা প্রফিট হবে এটা কখনো বলা যায় না। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে।

আপনি যদি ভালো মার্কেটিং এবং ভালো সার্ভিস দিতে পারেন তাহলে বেশি ক্লায়েন্ট আসবে এবং বেশি প্রফিট হবে।

ডোমেইন হোস্টিং শুরু করতে কত টাকা লাগে?

=আপনি যদি রিসেলার হোস্টিং নিয়ে শুরু করতে চান তাহলে প্রথম মাসে আপনার ৪০০০-৫০০০ টাকার মতো লাগবে। (কম বেশি হতে পারে)।

আপনি চাইলে এই বাজেটের মধ্যেই আমার হোস্টার থেকে সব কিছু নিয়ে ডোমেইন হোস্টিং বিজনেস শুরু করে দিতে পারেন।

আপনার আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ।

Leave a Comment