আপনার কোন স্কিল টা শেখা উচিত ভবিষ্যতের জন্য? Skills you should learn in 2023

একটা কথা আছে যে ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানের কাজের ওপর, তবে বর্তমান কাজ যদি ভবিষ্যৎ চিন্তা  করে না করা হয় তাহলে ভবিষ্যতে একটা রিস্ক থেকেই যায়। আর ইন্টারনেট যে দ্রুত গতিতে একটার পর একটা নতুন নতুন জিনিস নিয়ে হাজির হচ্ছে এমন ও হতে পারে আপনি যে বিষয়ে স্কিলড তা আর ২/৩ বছর পর আর দরকার ই পড়লোনা।

উদাহরন স্বরূপ আমরা কন্টেন্ট রাইটিং এর কথা বলতে পারি, যে সকল কোম্পানিরা শুধু মাত্র ক্লাইন্ট দের ইঙ্গেজ রাখার জন্য কন্টেন্ট পাবলিশ করে, র্যাংক বা গুগল থেকে ভিজিটর নেওয়ার দরকার নেয় সে সকল কোম্পানি কিন্তু এখন আর কন্টেন্ট রাইটার হায়ার করেনা বা নিজে কন্টেন্ট লিখেনা। A.I(Artificail Intelligence) দিয়ে কন্টেন্ট লেখে। এটা কিন্তু কেউ ২ বছর আগেউ ভাবতে পারিনি।

তাই আজকে আমরা এমন কয়েকটি স্কিল নিয়ে কথা বলব যেগুলা শিখলে আমরা মুটামুটি আগামি ৮-১০ বছর সেইফ থাকতে পারব কোনো সমস্যা ছাড়া-ই! তো চলুন শুরু করা যাক।

Contents

সেলস

সেলস দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ন স্কিল গুলোর একটা। আপনি যদি সেলস এ ভালো হোন দুনিয়ার কোথাও আপনার কাজ পেতে অসুবিধা হবেনা। এখানে সেলস বলতে কিন্তু বাংলাদেশী সেল বুঝাচ্ছিনা যে মানুষের ঘরে ঘরে গিয়ে এটা কিনবেন ওটা কিনবেন এগুলা না। ওই ধরনের সেলস এর কথা বলছিনা। আমি ওই ধরনের সেলস এর কথা বলতেছি যেখানে মানুষ আপনার কধা শুনে আপনার কাছ থেকে সলুশ্যন নিতে চাইবে, বা আপনার লেখা পড়ে আপনার কাছ থেকে সলুশ্যন নিতে চাইবে। এই ধরনের সেলস এর কথা বলছি।

আর এর সাথে আপনি যদি English language কেউ কম্বাইন করতে পারেন তাহলে আপনার ইন্টারন্যাশনালি কাজের অনেক সুযোগ আছে। দুনিয়ার সকল কোম্পানি ভালো সেলস এক্সপার্ট খুজছে। আপনি যে কোম্পানি তেই গিয়ে বলেন না যে আমি আপনার সেলস বাড়িয়ে দেব আপনাকে আমার কোনো টাকা দেওয়া লাগবেনা, প্রতিটা প্রোডাক্ট সেল এর জন্য আমাকে ১০% দিলেই হবে কোনো কোম্পানি কিন্তু আপনাকে না বলবেনা। আমার মতে এটি বর্তমান শতাব্দির সব থেকে গুরুত্বপূর্ন স্কিল।

কপিরাইটিং

বাংলা এবং ইংলিশ উভয় ক্ষেত্রেই এটি অনেক ভালো কাজ করে, ইংলিশ এ একটু বেশি কাজ করে। কারন খুব ই সিম্পেল ইংলিশ এর মার্কেট টা অনেক বড়। এমন না যে বাংলায় কাজ করেনা। বাংলায় ও যারা ভালো লিখতে পারে তাদের খুব ভালো ডিমান্ড রয়েছে। আপনি দেখবেন আজকাল কপিরাইটিং নিয়ে অনেক কোর্স আসছে, অনেক বাংলাদেশের কোম্পানি বাংলা কপিরাইটার হায়ার করছে। তো এতে এতটুকু তো বোঝা যাচ্ছে এর মার্কেটে চাহিদা বাড়তে চলেছে।

ভালো লিখতে পারাটা একটা স্কিল, সবাই বাংলা লিখতে পারে তবে সবাইতো আর হুমায়ুন আহমেদ না। অর্থাৎ লিখতে পারা এবং ভালো লিখতে পারা ২ টার মধ্যে বড় পার্থক্য আছে। কপিরাইটিং আমার মতে সেলস এর মতোই অন্যতম গুরুত্বপূর্ন একটা স্কিল।

ভিডিও এডিটিং

বিষেশত বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ন বর্তমান সময়ে। আগামি ৫-১০ বছরে বাংলাদেশে মানুষ অনেক অনেক ভিডিও এডিটর খুজবে এবং বর্তমানে বাংলাদেশে যথেষ্ট ভিডিও এডিটরের সাপ্লাই নেই। সবাই ভিডিও এডিটর খুজছে শুধু মাত্র কন্টেন্ট ক্রিয়েটর রা না। অনেক কোম্পানিও কন্টেন্ট ক্রিয়েটর খুজছে।

প্রায় সব কোম্পানি ই এখন এটা জানে যে আমরা যদি কন্টেন্ট না বানায়, আমাদের ইনফ্লুয়েন্সর হতে হবেনা আমরা যদি কন্টেন্ট না বানায় আমাদের সেলস খুব দ্রুত গতিতে বাড়ার সুযোগ নেই, আমরা কম্পিটিশনে নিচে নেমে যাবো। প্রত্যেকটা কোম্পানি এখন ডিজিটাল কন্টেন্ট বানাচ্ছে এবং আমার মতে ভিডিও এডিটিং এর চাহিদা এখনো অনেক বেশি এবং আরো বাড়বে।

যেকোনো একটা অফলাইন স্কিলকে অনলাইনে নিয়ে আসা

একটা উদাহরনের সাথে বুঝি আসুন, মনে করেন  আপনার একটা অফলাইন স্কিলের প্রতি আগ্রহ অনেক বেশি। আপনি অনেক ভালো গিটার বাজাতে পারেন। অথবা আপনি মনে করুন পিয়ানো শিখলেন বা দাবা শিখলেন এখন আপনি চিন্তা করবেন কিভাবে এটাকে আপনি অনলাইনে নিয়ে আসা যায়।

আপনি যদি “chess player online” লিখে সার্চ দেন আপনি দেখবেন হাজার হাজার ইউটুব চ্যানেল আছে যারা দাবা খেলা নিবে বিভিন্ন এনালাইসিস করছে আর তাতে হাজার হাজার ভিউ আছে।

আপনি Learn how to play guitar with JustinGuitar.com | JustinGuitar.com এ গেলে দেখতে পাবেন যে এই আল্লাহর বান্দা অনলাইনে গিটার শিখিয়ে বড়লোক!

আসলে অফলাইনের স্কিলস গুলোর ভ্যালু অনলাইনেউ আছে। তবে অনেকেই বুঝেনা যে এই অফলাইন স্কিল কিভাবে অনলাইনে নিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে আপনি অনেক বড় একটা সুযোগ পেতে পারেন। যারা অনালিন উদ্যোক্তা আছে তারা চিন্তা করে যে আমি ওয়েবসাইট বানাবো, ব্লগিং করবো, এফিলিয়েট মার্কেটিং করব তবে তারা অফলাইন কিছুকে এমন অনলাইনে আনার চিন্তা করেনা তো আপনার কম্পিটিশন কম থাকবে এক্ষেত্রে।

পরিশেষে

এখানে যে স্কিলগুলোর কথা বলেছি সেগুলো শিখলে আগামি ৫-১০ বছরের মধ্যে কোনো রিস্ক নেই বলে আমি মনে করি। আপনি চাইলে আজ ই শেখা শুরু করুন। আরো স্কিল এক্সপ্লোর করতে চাইলে fiverr বা upwork এ গিয়ে জব গুলো দেখুন আরো অনেক স্কিল সমম্পর্কে জানতে পারবেন।

পরিশেষে এটাই বলব যে স্কিল ই শিখবেন অনেক ভালো ভাবে শিখবেন। আশা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ!

আরও পড়ুন

ওয়েব ডিজাইনিং এর শুরু হোক এখান থেকেই, কিভাবে CSS শিখবেন তার কম্প্লিট গাইডলাইন!

কিওয়ার্ড রিসার্চ কী এবং কেন প্রয়োজন? বিভিন্ন কি-ওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে জানুন (২০২৩)

Leave a Comment