কিভাবে Addon ডোমেইন এড করতে হয় | How To Add Addon Domain On cPanel

সিপ্যানেলে এর জুপিটার থিম আসার পর একটা প্রশ্ন অনেকেই করে থাকে যেটি হলো কিভাবে Addon ডোমেইন এড করতে হয় বা কিভাবে সাব ডোমেইন এড করতে হয়?

আজকে এটা নিয়েই জানাবো আপনাদের। আশা করছি এর পর আপনি নিজে খুব সহজেই সিপ্যানেলে Addon / Sub ডোমেইন এড করতে পারবেন।

চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার হোস্টিং সিপ্যানেলে লগইন করবেন।

তারপর একটু নিচে গিয়ে Domain সেকশন থেকে Domains অপশন এ ক্লিক করবেন।

কিভাবে Addon ডোমেইন এড করতে হয়

তারপর নতুন পেইজের Create New Domain এ যাবেন।

 

কিভাবে Addon ডোমেইন এড করতে হয়

 

 

 

এরপর একটি বক্স আসবে। আপনি যদি Addon ডোমেইন এড করতে চান তাহলে বক্সে আপনার ডোমেইন নামটি দিবেন। এবং অবশ্যই নিচের টিক মার্ক তুলে দিবেন। টিক মার্ক রেখে দিলে ডোমেইন টা রুট ডিরেক্টরি তে এড হবে বা ডোমেইন টা দিয়ে মেইন ওয়েবসাইট লোড হবে।

সিপ্যানেল ওয়েব হোস্টিং এর আপলোড লিমিট কিভাবে বাড়াতে হয় ? How To Increase the Max Upload Size in cPanel®?

আর যদি সাব ডোমেইন এড করতে চান তাহলে বক্সে আপনার সম্পূর্ণ ডোমেইন নামটি লিখবেন। যেমনঃ আপনার মেইন ডোমেইন যদি হয় amarwiki.com তাহলে বক্সে লিখতে হবে test.amarwiki.com

 

কিভাবে সাব ডোমেইন এড করতে হয়

তারপর সাবমিট করে দিলেই আপনার ডোমেইন এড করা হবে।

নোটঃ Addon ডোমেইন এড করলে নতুন ডোমেইন এর নেইমসার্ভার চেন্জ করে নিবেন।

চাইলে ভিডিও টি দেখে নিতে পারেন।

 

Leave a Comment